দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

যেখানে আঙুলের ডগায় গোটা পৃথিবী, সেখানে খবরের কাগজের পাতা ওল্টানোর দিন শেষ! তাই খবরের কাগজের পাতা ওল্টানোয় মানুষের আগ্রহ ক্রমশ কমছে। বিভিন্ন দৈনিকের সার্কুলেশনের হাল দেখলে সেটা সহজেই অনুমেয়। কে আর পাতা ওল্টাতে চান? যেখানে মোবাইলে একটি ক্লিক করে খুলে যায় গোটা জগৎ। তারপর শুধু স্ক্রল করলেই,  কেল্লা ফতে!

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে যখন সব কিছুই ডিজিটালাইজেশনের মুখাপেক্ষী। তখন ডিজিটাল মিডিয়া কেন তাদের প্রাপ‍্য মর্যাদা পাবে না? ফেসবুকে ইউটিউব এবং অন‍্যান‍্য ডিজিটাল মিডিয়া বা পোর্টাল গুরুত্বপূর্ণ গণ মাধ‍্যম হলেও, তারা সহজেই আইনের ভ্রুকুটির স্বীকার। গুরুত্বপূর্ণ সভায় ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রবেশ অধিকার পান না। সেই স্বীকৃতি ও অধিকার আদায়ে এবার সারা রাজ‍্যের ডিজিটাল মিডিয়া এক ছাতার তলায় এলো। সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। ৮ ডিসেম্বর শিলিগুড়ির সিনার্জি টাওয়ারের চতুর্থ তলে একটি আলোচনা সভার আয়োজন হতে চলেছে। বিভিন্ন জেলার সাংবাদিকরা একত্র হয়ে সেখান থেকেই তাদের চলার পথ শুরু করবে। সারা রাজ‍্যকে সংগঠন পাঁচটি জোনে ভাগ করেছে। জোন ভিত্তিক সমস্ত জেলার সাংবাদিকরা পর পর বিভিন্ন জেলায় সভা করবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।   

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আমাদের সমাজের জনমত করতে একটা বড় ভূমিকা পালন করছে। অনেক যুবক যুবতীও এটিকে বর্তমানে তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন। বলতে হয় এখানে যে  কোনও বড় মিডিয়ার থেকে বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া জনগণের কাছে পৌঁছতে একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্স বাড়লেই গুগল মানিটাইজেশনে সোজা আয়ের খোলা পথের হাতছানি। 

একটি রাজ্যের গঠনমূলক সমালোচনায়ও উল্লেখযোগ্য হাতিয়ার এই গণমাধ্যম। তাই আজকের দিনে ডিজিটাল মিডিয়াকে অগ্রাহ্য করা নিরুপায়। মানুষের ঝক্কি কমছে অনেক। লিঙ্ক ক্লিক, পড়ো শেয়ার করো, তারপর ভ‍্যানিস।

(www.theoffnews.com social digital media)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours