সোমনাথ রায়, প্রত্নগবেষক প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সোমালিয়ার লোককথা
বহু দিন আগে একটা ইঁদুর আর একটা বেড়াল একবার মনস্থ করল তারা একসঙ্গে দেশ ভ্রমণে যাবে। তারা যখন একসঙ্গে হাঁটছিল তখন বেড়ালের মুখে জল চলে এল কারণ তার ভীষণ খিদে পেয়েছিল। বেড়াল হাই তুলতে শুরু করল আর এক দৃষ্টে ইঁদুরের দিকে তাকিয়ে রইল। তার চোখ ক্রমশ বিস্ফারিত হতে থাকল।
ইঁদুরটা তার দিকে বেড়ালকে বড় বড় চোখে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে খুব অবাক হয়ে গেল। ইঁদুর বলল –“আমি তোমার সঙ্গে বেড়াতে যেতে পারছি না। তোমার নজর দেখে আমার আতঙ্ক হচ্ছে। তুমি নিজের রাস্তা দেখ আমিও আমার রাস্তায় চললাম”।
বেড়াল আপত্তি জানিয়ে বলল, “আমি কী অন্যায় করলাম? ইঁদুর দেখলেই আমার হাই ওঠে আর মুখে জল এসে যায়”।
তা সত্ত্বেও ইঁদুর আলাদাই চলতে শুরু করল, চলে যাওয়ার আগে সে বেড়ালকে বলে গেল – “আমি তোমার সঙ্গে আর কোনদিন কোথাও যাব না। এখন থেকে হিজ হিজ হুজ হুজ”।
সোমালিয়ার নীতিকথা – যাকে ভাল চেনা নেই তাকে কখনও বিশ্বাস করতে নেই।
(www.theoffnews.com cat rat Somalian folk tales)
Post A Comment:
0 comments so far,add yours