প্রাণকৃষ্ণ মিশ্র, লেখক, কালনা, পূর্ব বর্ধমান:

ভারতবর্ষের বামপন্থী তথাকথিত প্রগতিশীল বলে নিজেদের জাহির করে এমন কয়েকটি দল ও কিছু মানুষের ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটার ফলো করে দেখেছি, তেনারা এদেশে হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে বেশ লেখালেখি করেন। কিন্তু অন্যদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখলেও নীরব থাকেন। জোরের সাথে বলছি এই দলগুলি বা দলীয় সদস্যরা কেউ প্রকৃত ধর্মনিরপেক্ষ নয়। 

ধর্মনিরপেক্ষ দল ওদেশে যেমন নেই এদেশেও নেই।

কেবলমাত্র ভোটের স্বার্থে এঁরা ভন্ড প্রগতিশীল সাজে ও মৌলবাদের বিরোধিতা করে। 

এদের মুখোশ খুলে দেওয়ার সময় হয়েছে। 

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও আক্রমনের বিরুদ্ধে এরা নীরব। আপনাদের ফেসবুক ফ্রেন্ড এমন কেউ থাকলেই প্রমান পেয়ে যাবেন।

আবারও বলছি এদেশে রাজনৈতিক বামপন্থী দলগুলো এমনকি ডানপন্থী দল বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বিএসপি, সমাজবাদী পার্টি ইত্যাদি দলগুলো কেউ সংখ্যাগুরু তোষণ করে রাজনীতি করে, অন্যরা সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করে রাজনীতি করে। 

যা এদেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। 

যা মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিপদের। 

আমার আবেদন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠুন। আপনি নিজেকে অসাম্প্রদায়িক প্রমান করুন। কারণ মনে করি, যে কোনও ধর্মীয় সম্প্রদায়ের উপর আক্রমণ হলে তার বিরোধিতা করাই নিজেকে অসাম্প্রদায়িক প্রমান করার বড় অস্ত্র। 

(www.theoffnews.com secularism)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours