মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হিন্দমোটর, হুগলি:

বামপন্থীদের কাল প্যালেস্টাইন নিয়ে কান্নাকাটি করতে দেখলাম একটি জায়গায় স্টেজ বেঁধে।  আমার আসা যাওয়ার পথের আসে পাশেই।  

স্টেজে বড় বড় করে লেখা, 

প্যালেস্টাইন নিয়ে আমাদের প্রতিবাদ আজ। যথারীতি গলা ফাটানো বক্তৃতা। জ্ঞানগর্ভ কথার ফুলঝুরি। 

বিশ্বাস করুন, কাল থাকতে না পেরে দাঁড়িয়ে থাকা এক জ্ঞানী কমরেডকে জিজ্ঞেস করে বসলাম -

বলছি, বাংলাদেশ নিয়ে কবে কান্নাকাটি করবেন? আপনার হিন্দু ভাইদের রক্ত কি জল? দেশের পতাকার অবমাননা নিয়ে কথা নেই?

উত্তর এল -

হ্যাঁ হ্যাঁ, এই পথসভায় বলা হবে একটু পরে। (যেন দয়া করবে বলে)। মূল বক্তব্য শেষ হোক তারপর। 

বাহ, এটা মূল নয়।

আবার জিজ্ঞেস করলাম -

তাহলে লেখেননি কেন প্যালেস্টাইনের পাশে বড় বড় করে? কিসের ভয় কিসের দোটানা? সাহস নেই?দেশের সম্মান পায়ের তলায় পিষছে যারা তাদের নিয়ে একটা কথা নেই? হিন্দুদের নিয়ে কথা এলেই চুপ?

ভদ্রলোক কিছু না বলে, আসছি একটু ম্যাডাম বলে সরে পড়লেন। ওদের একটা নতুন বাপ হয়েছে মণিপুর। কিছু বললেই বলছে মণিপুর নিয়ে চুপ কেন? ছিঃ ছিঃ। আর কত ধান্দাবাজী করবেন?

ওদিকে  শুনছি স্টেজে কোনও এক করিম শেখ নামে কমরেড মানবতার জ্ঞান দিয়ে বলছে আমরা ভ্রাতৃত্ব ছড়াব ভারত জুড়ে। ভাবলাম স্টেজে উঠে পড়েই বলি ওনায় -

এখানে নয় আমাদের নয়। নিজের জাতভাইদের শেখান আগে। আমরা অনেক সয়ে যাই তাই আজ এই হাল আমাদের। নিজেকে সামলে চলে এলাম অতি কষ্টে। মানুষের রায় তো বারবার পাচ্ছেন লজ্জা নেই?

অভয়ার ঘোলা জলে মাছ ধরার স্বপ্নতেও গুড়ে বালি। এই রকম একটা পরিস্থিতিতে প্যালেস্টাইন নিয়ে কাঁদছেন। লজ্জা পান একটু।

এই হল বাম রাজনীতি। ঘর জ্বালানি পর ভোলানি। বেহায়াপনা চরমে।

তবে এরপর থেকে যেখানেই এখন এদের পথসভা দেখব এই একই প্রশ্ন থাকবে আমার। 

পারলে আপনারাও এদের নাটক রাস্তাঘাটে দেখলে সপাটে প্রশ্ন ছুঁড়ে দিন। জিজ্ঞেস করুন। এদের আর সুযোগ নয়। 

এদের ভণ্ডামির প্রতিবাদ করুন। এরা দেশের শত্রু কারণ -

দেশের অপমানে, দেশের মানুষের বিপদে এরা চুপ চিরকালই। (তবে আমার কিছু দুই একজন কমরেড বন্ধু ব্যতিক্রমী) 

এদের এবার কোথাও অন্য ইস্যু নিয়ে গলা ফাটাতে দেখলেই জবাব চান তাদের নাটকের। 

চুপ থাকলে সবেতে চুপ থাকুন কমরেড, আর যদি বলেন সাহস নিয়ে বলুন সবেতেই। শত্রুকে তোল্লা অনেক দিয়েছেন আর নয়। 

বুকে বসে দাড়ি ওপড়ানোর দিন শেষ। আমি একা নয় কিন্তু, কাল আমার পাশে পেয়ে গিয়েছিলাম পথ চলতি আরও একজন মহিলা ও পুরুষকে। দেশের রাস্তা দখল করে বিদেশের জন্য গলা ফাটাতে দেখলেই প্রশ্ন যাবে এবার। এক থেকেই দশ হবে। 

এবার অনেকেই প্রশ্ন রাস্তায় খোলাখুলি করবে আপনাদের। উত্তর রেডি রাখুন।

(www.theoffnews.com Bangladesh Indian left movment)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours