সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

(কিউবা'র লোকগল্প অবলম্বনে)

সেইন্ট পিটার একদিন তাঁর এক বন্ধুর সঙ্গে রাস্তায় হাঁটতে বেড়িয়েছিলেন। অনেকক্ষণ হাঁটার পর তাঁর গলা শুকিয়ে গেল। সেইন্ট পিটার জলের খোঁজ করতে লাগলেন। তিনি কাছের একটা বাড়ির দরজায় কড়া নাড়লেন – এক মহিলা দরজা খুলে সেইন্ট পিটার কি চাইছেন জানতে পেরে খুব পরিষ্কার করে একটা গেলাস ধুয়ে তাতে জল ভরে খুব সম্ভ্রমের সঙ্গে তাঁর দিকে এগিয়ে দিলেন।

সেইন্ট পিটার জল খেয়ে গেলাসটা ফেরৎ দেওয়ার সময় তাকে আশীর্বাদ দিলেন – “ভগবান আপনাকে একজন বদ স্বামী দিন”।

দুই বন্ধু আবার হাঁটা শুরু করলেন। খানিকক্ষণ পর তাঁরা আবার একটা বাড়িতে গেলেন। সেইন্ট পিটার আবার জল চাইলেন আর ওই বাড়ির মহিলা একটা গেলাস খুঁজে বার করে রগড়ে রগড়ে পরিষ্কার করতে লাগল যতক্ষণ না ঝকঝকে হয়। তারপর সে তাতে জল ভরে খুব যত্ন সহকারে সেইন্ট পিটারের হাতে তুলে দিল। 

তিনি জলটা এক নিঃশ্বাসে শেষ করে বললেন – “ভগবান আপনাকে একজন বদ স্বামী দিন”।

তারপর তারা আর একটা বাড়িতে এলেন যেখানে বদরাগী মহিলা একটা নোংরা গেলাসে সেইন্ট পিটারের মুখে ঠুসে দিয়ে বললেন – “নাও, গেলো”।

সেইন্ট পিটার জলটা খেয়ে তাকে বললেন – “ভগবান তোমাকে একজন ভাল স্বামী দিন”।

আবার তাঁরা হাঁটতে শুরু করলেন। এতক্ষণে তাঁর বন্ধু মুখ খুললেন - “আচ্ছা তুমি এই বদ মহিলাটাকে ভালো স্বামীর আশীর্বাদ করলে আর যে মেয়ে দুটো আগে তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করল তাদেরকে তুমি আশীর্বাদ না দিয়ে অভিশাপ দিলে?”

সেইন্ট পিটার উত্তর দিলেন - “একজন বদমাশ স্বামীর ভালো স্ত্রী দরকার তাকে ঢিট করবার জন্য আর একই কারণে বদ মহিলাদের ভালো স্বামী দরকার।”

(www.theoffnews.com Saint Peter blessing)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours