সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সোমালিয়ার লোককথা
সে অনেক দিন আগের কথা। একটা শেয়াল একটা যাযাবর বসতির বাসিন্দাদের চরম মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওই শেয়ালটা তাদের ছাগল আর ভেড়াগুলোকে মেরে খেয়ে ফেলছিল। নিরূপায় হয়ে একদিন বসতির সব লোকরা এই অনিষ্টকারী শেয়ালটাকে নিকেশ করার একটা উপায় বার করার জন্য বসতির মধ্যে একটা জায়গায় জড় হলো। বহু আলোচনার পর ঠিক হলো যে ওটার জন্য একটা ফাঁদ পাতা হবে। ফাঁদ পাতা হলো।
শেয়ালটা ফাঁদে পা দিল। কিছুক্ষণ পরে বসতির লোকরা সেখানে হাজির হল আর তাকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলল। তারা ঠিক করল যে তাকে আগুনে ছুঁড়ে ফেলা হবে।
যে গাছটায় শেয়ালকে বেঁধে রাখা ছিল তার সামনে তারা একটা গর্ত খুঁড়ল, কাঠকুটো জোগাড় করল আর সেগুলো ওই গর্তে ফেলে দিল। তারপরে তারা সেগুলোতে আগুন দিল আর নিজেদের মধ্যে বলাবলি করল - “আগুনটা ভাল করে জ্বলে উঠুক, তারপরে আমরা এই বদমাশ শেয়ালটাকে ওই গর্তের মধ্যে ফেলে দেব।”
লোকরা যেই চোখের আড়াল হলো অমনি একটা প্রচন্ড ক্ষুধার্ত হায়েনা সেখানে হাজির হলো। সে শেয়ালটাকে আর্তনাদ করতে শুনেছিল। সে আরও কাছে এগিয়ে এলো, তার মতলব ছিল শেয়ালের খাবারটা চুরি করার। কিন্তু শেয়ালটাকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সে খুব অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল - “কী হয়েছে?”
শেয়াল বলল - “আমার আপন কাকা আমাকে বেঁধে রেখেছে। সে আমাকে ভীষণ ভালবাসে। কাকা আমাকে বেঁধে রেখেছে কারণ সে মনে করে আমি ভীষণ রোগা আর দুর্বল। সে একটা পাঁঠা ধরতে গেছে এই আগুনে ঝলসে আমাকে খাওয়াবে বলে যাতে আমার গায়ে আবার গত্তি ফিরে আসে। কিন্তু ইদানীং এত বেশী মাংস খাচ্ছি যে আমার এখন মাংস খাবার বিন্দুমাত্র ইছা নেই। কাকার হাত থেকে যতবার পালাতে চাই ততবার কাকা আমাকে পাকড়াও করে আনে আর এমনি করে গাছের সঙ্গে বেঁধে রেখে ঠুসে ঠুসে জোর করে আরও মাংস খাওয়ায়। এখন এমন হয়েছে যে খেলেই পেটে খুব ব্যাথা হয়। আমার ভীষণ ভয় হচ্ছে যে যদি এই মাংস খেতে না পারি কাকা আমাকে মেরে ফেলবে।”
হায়েনার মুখটা এতো বড় হাঁ হয়ে গেল কারণ চর্বিওলা রসালো মাংস তার সবথেকে প্রিয় খাবার। শেয়াল তাকে প্রস্তাব দিল - “আমার বাঁধনটা খুলে দাও তাহলে আমি তোমাকে বাঁধতে পারব। তুমি তাহলে মাংসটা খেতে পারবে আর আমারও পেট ব্যাথা হবে না।” হায়েনা এক কথায় রাজী হয়ে গেল। সে শেয়ালের বাঁধনটা খুলল আর শেয়াল তাকে সঙ্গে সঙ্গে গাছটার সঙ্গে বেঁধে ফেলল।
লোকেরা যখন সেখানে ফিরে এলো তখন শেয়ালের বদলে হায়েনাকে গাছের সঙ্গে বাঁধা দেখে ভীষণ অবাক হয়ে তারা জিগ্যেস করল - “হায়েনা, শেয়াল কোথায়?”
হায়েনা বলল - “আমি তার বাঁধন খুলে দিয়েছি। সে চলে গেছে। ও বলল ওর খিদে নেই। ওর জন্য তোমরা যে মাংস এনেছ সেটা আমি খাব।”
তখন লোকেরা হায়েনাকে আগুনে ফেলে দিল। লোভী আর বোকা হায়েনা আগুনে পুড়ে মারা গেল।
নীতিশিক্ষা - লোভে পাপ, পাপে মৃত্যু।
(www.theoffnews.com Hyena Fox Somalia folk tales)
Post A Comment:
0 comments so far,add yours