দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

জোর করে দলীয় কার্যালয়ের জন‍্য ঘর দখল ঘিরে উত্তেজনা বোলপুরে৷ এলাকার তৃণমূল নেতা তথা অঞ্চল পর্যবেক্ষক বাবু দাস বলেন, এগুলো নোংরামি হচ্ছে। দল কখনও চায় না, কোনও মহিলার গায়ে কেউ হাত দিক।আমরাও তৃণমূল কংগ্রেস দলটা করি। কিন্তু যারা দলের কোনও পদেই নেই, দলের নেতাদের ছবি নিয়ে এসব নোংরামি করছে। আমি ওই মহিলাকে বলবো আইনের আশ্রয় নিতে। আর দলীয় কার্যালয় বন্ধ আছে কে বললো? সামনে নিকাশি নালা কাটা আছে, তাই কার্যালয় বন্ধ আছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশবাহিনী৷ মোতায়েন করা হয় মহিলা পুলিশও৷

জানা গিয়েছে, কয়েক মাস আগে দলীয় কার্যালয়টি ছিল এক ব্যক্তির বাড়িতে। তৃণমূলকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিল তিনি৷ তৃণমূল সমর্থক পরিচয় দিয়ে সেই বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন। এই বিষয়ে মহিদাপুর এলাকার তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন, "১৫ বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস৷ বাবু দাস কয়েকদিন ধরে এটা বন্ধ করে রেখেছে৷ আমরা তাই এই পার্টি অফিস দখল নিলাম৷ অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম৷" স্থানীয় রূপপুর অঞ্চলের তৃণমূলের পর্যবেক্ষক তথা বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঙ্গীতা দাসের স্বামী বাবু দাসের কথায়, "পার্টি অফিস বন্ধ কেন থাকবে? পার্টি অফিসের সামনে নিকাশি নালার কাজ হচ্ছে তাই বন্ধ৷ আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, নেতা অনুব্রত মণ্ডলের অনুগামী ৷ দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে ৷ প্রশাসনকে জানিয়েছি৷" 

জানা গিয়েছে, বোলপুরের শ্রীনিকেতন বাজারে রূপপুর অঞ্চলের তৃণমূল-কংগ্রেসের কার্যালয় রয়েছে। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তৃণমূলের রূপপুর অঞ্চলের পর্যবেক্ষক বাবু দাসের কার্যালয় ছিল। এমনটাই এলাকায় রটনা৷ সেই কার্যালয় বৃহস্পতিবার দখল নিতে আসে বেশকিছু লোকজন৷ কার্যালয়ের উপরে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার ও দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়৷ তবে এই কার্যালয়টি আদতে এক ব্যক্তির বাড়ি৷

বাড়ির মালিক সেরিনা বিবি ও তার মেয়ে রোজিনা খাতুন বলেন, "আমাদের বাড়ি এটা৷ বাবু দাসকে পার্টি অফিস করার জন্য ছয় মাস আগে ভাড়া দিয়েছিলাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছে কারও ব্যক্তিগত বাড়িতে পার্টি অফিস করা যাবে না৷ সেদিন থেকে অফিস বন্ধ৷ ওদের নিজেদের ঝামেলা৷ তার জন্য আমাদের এখানে এসে তালা ভাঙল, পতাকা লাগিয়ে দিল৷ অন্য এলাকার লোকজন তৃণমূলের নাম ভাঙিয়ে এসব করছে৷" রোজিনা খাতুন বলেন, "আমার গায়ে ধাক্কা মারে। মোবাইলে ভিডিও করছিলাম বলে, মোবাইল জলে ফেলে দেয়।"

(www.theoffnews.com Birbhum TMC party office molestation woman)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours