দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
গত ২০১৯ সালের পর ফের ঐতিহ্য মণ্ডিত পৌষমেলা এবার পরিবেশবান্ধব মেলা হতে চলেছে স্থানীয় পূর্বপল্লীর মেলার মাঠে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, পরিবেশবিদ সুভাষ দত্ত মিলে এ'ব্যাপারে আলোচনা পর্ব সারলেন বিশ্বভারতীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।
এদিনের আলোচনার পর ভারপ্রাপ্ত উপাচার্য জানান, পরিবেশবান্ধব মেলা হবে। তবে ক'দিনের হবে এখনই বলা সম্ভব নয়। এক্সিকিউটিভ কমিটির কাছে অনুমোদন নিতে হবে। মেলা শান্তিনিকেতন ট্রাস্ট করবে। বিশ্বভারতী সাহায্য করবে। পাশাপাশি, পরিবেশবিদ সুভাষ দত্ত আশ্বাস দিয়েছেন, তিনি মেলা উদ্যোগের পাশে থাকবেন। মৌখিকভাবে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। লিখিত আকারে চিঠির আদানপ্রদান করা হবে।
পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, আদালত নির্দেশ অনুযায়ী রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, রাজ্যের প্রাক্তন এ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এবং পরিবেশ কর্মী হিসেবে আমি শান্তিনিকেতন পৌষমেলার পর্যবেক্ষণ কমিটির আজীবন সদস্য। তবে, পর্যবেক্ষক হিসেবে নয়, একটি টিম হিসেবে আমরা একত্রে কাজ করবো। রাজ্য প্রশাসন সহ পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আমার ইতিবাচক কথা হয়েছে।
তবে এবার মেলায় প্লাস্টিক মুক্ত এবং নিয়ন্ত্রিত শব্দ সম্প্রচার, বায়োটয়লেটের ব্যবহার সহ এক পরিবেশ বান্ধব মেলা হতে চলেছে। ২০১৯ সালের পর এই ঐতিহ্যবাহী মেলা নিয়ে অনেকেই আশাবাদী। ব্যবসায়ী সংগঠনের আশা এবার ছয় দিনের মেলা হবে। তবে সপ্তম দিনে প্রশাসন সেই মেলা তুলে দেবে। এবার মাঠ পরিস্কার পর্বে সকলের সাথে থাকবেন পরিবেশবিদ সুভাষ দত্ত।
ভারপ্রাপ্ত উপাচার্য্য বলেন, এই পৌষ মেলা শুধু বিশ্বভারতী বা ট্রাস্টের ভাবলে ভুল হবে। সকলের দায়িত্ব এই মেলাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য সহযোগিতা করা। এবারের মেলায় দূষণ নিয়ন্ত্রণ বিধি কঠোরভাবে মানা হবে। রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঘেরা জায়গার মধ্যে। সেক্ষেত্রে শব্দ দূষণ বিধি মানা হবে। পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, গ্রীন ট্রাইব্যুন্যালের নির্দেশ মাফিক পরিবেশ বান্ধব মেলা হবে। আগে যে নিয়মগুলো নির্দেশিকা হিসেবে থাকত, এবার সেটা কার্যকরী হবে।
(www.theoffnews.com Shantiniketan Poush mela)
Post A Comment:
0 comments so far,add yours