সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
সম্প্রতি জম্মুর উপকণ্ঠে ভৌর ক্যাম্পে খনন করার সময় দেবী ইন্দ্রাণী ও শিবের প্রাচীন ভাস্কর্যগুলি পাওয়া যায় এবং পরে সেগুলিকে আর্কাইভস, প্রত্নতত্ত্ব এবং যাদুঘর বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তারা বলেছেন যে বিশেষজ্ঞদের মতে দ্বাদশ শতকের ভাস্কর্যগুলি খুব বিরল। তাঁরা জানিয়েছেন যে এই ভাস্কর্যগুলি দেবী ইন্দ্রাণী ও শিবের মানবীয় রূপগুলিকে পরিস্ফুটিত করেছে। দেবী ইন্দ্রাণীর মূর্তির পরিমাপ ২৮ x ১৩.৫ ইঞ্চি এবং ওজন ৫৫ কেজি এবং শিবের মূর্তির পরিমাপ ২১ x ১৪ ইঞ্চি এবং ওজন ৪০ কেজি। তাঁরা জানান, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী পরিচালক সঙ্গীতা শর্মার নেতৃত্বে চার সদস্যের একটি দল ভৌর ক্যাম্প পরিদর্শন করে ভাস্কর্যগুলো সংরক্ষণের জন্য দখলে নিয়েছে।
সম্প্রতি, শেরি গ্রামের স্থানীয়রা বারামুল্লার পুলিশ কম্পোনেন্টকে জানায় যে তারা জমিতে চাষ করার সময় একটি মূর্তি পেয়েছে। তত্ক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্যটি দখলে নেয়। উদ্ধারকৃত ভাস্কর্যটি পরীক্ষা করার জন্য কাশ্মীরের আর্কাইভস, প্রত্নতত্ত্ব এবং জাদুঘরের বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছিল যাঁরা জেলা পুলিশ সদর দফতর বারামুল্লায় এসে ভাস্কর্যটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরে পুরোপুরি নিশ্চিত হলেন যে উদ্ধারকৃত ভাস্কর্যটি দেবী লক্ষ্মীর। এরপর আইনকানুন মোতাবেক বারামুল্লা হেড কোয়ার্টারের এসপি শ্রীমতী দিব্যা, ডেপুটি সুপার আইয়াজ আহমেদের উপস্থিতিতে কাশ্মীরের অ্যান্টিক্যুইটিজ, ডিপার্টমেন্ট অফ আর্কাইভস, আর্কিয়োলজি অ্যান্ড ম্যুজিয়ামস্-এর রেজিস্টারিং অফিসারকে হস্তান্তরিত করেন।
(www.theoffnews.com Bhour camp Jammu archaeologyal statue sculpture Shiva Laxmi)
Post A Comment:
0 comments so far,add yours