সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

আপামর বাঙালী তথা বেশ কিছু ভারতবাসীর কাছে জয়সালমের সমার্থক শব্দ “সোনার কেল্লা”। কিন্তু অতি সম্প্রতি রাজস্থানের বিখ্যাত মরুশহর জয়সালমের আর এক গুরুত্বপূর্ণ কারণে খবরের শিরোনামে উঠে এসেছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জয়সালমেরের জেঠোয়াই-গজরূপ সাগরের পাহাড়ি অঞ্চলে ভীম কুঞ্জ নামের জায়গায় পরিদর্শনের সময় সিনিয়র ভৌমজল বিজ্ঞানী নারায়ণ দাস ইনখিয়া ডাইনোসরের ডিমের জীবাশ্ম আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন। জীবাশ্মটি ১৮ কোটি বছর আগের মেসোজোয়িক যুগের (যেটিকে “ডাইনোসরের যুগ” বলা হয়) বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০১৮ সালে এই একই জায়গায় ১৬ কোটি ৭০ লক্ষ বছর আগেকার তৃণভোজী লম্বা গলার ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল।

মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি লম্বা এবং একশো গ্রাম ওজনের ডিমের জীবাশ্মটিকে সম্ভাব্য সব রকমের পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ডা. ইনখিয়া জিওলজিকাল সার্ভে অভ ইন্ডিয়ার (জিএসআই) জয়পুর শাখার মাধ্যমে লক্ষ্ণৌর জিএসআই-এর প্যালিওন্টোলজি বা জীবাশ্মবিজ্ঞান বিভাগের ল্যাবে পাঠিয়ে দিয়েছেন যেখানে এটির বয়স, কার্বন ডেটিং ইত্যাদি নির্ধারিত হবে। তিনি বলেছেন যে এটি ডাইনোসর বা ওই যুগের যে কোন প্রাণীর হতে পারে তবে সেটা তদন্তসাপেক্ষ। মুরগীর ডিমের মত জীবাশ্মটি মেসোজোয়িক যুগের জুরাসিক সময়ের ডাইনোসরের বলে তাঁর বিশ্বাস। 

জিওলজিকাল সার্ভে অভ ইন্ডিয়ার (জিএসআই) বিজ্ঞানী দেবাশীষ ভট্টাচার্য, কৃষ্ণা কুমার, প্রজ্ঞা পান্ডে এবং ত্রিপর্ণা ঘোষ ২০১৮ সালে জেঠোয়াই-গজরূপ সাগরের পাহাড়ি অঞ্চলে গবেষণা শুরু করেন। গবেষণা চলাকালীন জেঠোয়াই জেলার জেঠোয়াই গ্রামে প্রাচীনতম তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। এটাই ছিল ভারতে উদ্ভিদভোজী ডাইক্রিয়োসৌরিড ডাইনোসরের প্রথম আবিষ্কার। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছিলেন যে এযাবৎকাল পর্যন্ত অনাবিষ্কৃত ডাইনোসরের এটি একটি নতুন প্রজাতি এবং ভারতের থর মরুভূমিতে পাওয়া গিয়েছিল বলে সেই সন্মানে এটির নামকরণ করা হয় থরোসরাস ইন্ডিকাস। এখানে যে জীবাশ্মগুলি পাওয়া গিয়েছিল তার মধ্যে প্রধানত ছিল শিরদাঁড়া, ঘাড়, ধড় এবং পাঁজরা। 

বাঙালীর সেরা বাঙালী সত্যজিৎ রায়ের “সোনার কেল্লা”-র জন্য জয়সামেরের নাম ১৯৭৪ থেকে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আবার ২০২৩ সালে মূলত বাঙালী বিজ্ঞানীদের হাত ধরে পশ্চিম রাজস্থানের বিখ্যাত থর মরুভূমি ও মরুশহর জয়সালমের ডাইনোসর আবিষ্কারের জন্য একটি বিশিষ্ট স্থান হয়ে উঠেছে।

(www.theoffnews Joisalmer dinosaur Bengali)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours