মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হিন্দমোটর, হুগলি:
বাংলাদেশে কোনও কালে বা এখন কোনও বিহারী হিন্দুদের তাড়ায়নি,কাশ্মীরে কোনও হিন্দিভাষী লোক হিন্দু-শুন্য কাশ্মীর করার ডাক দেয়নি। মসজিদ থেকে ভেসে এসেছিল হিংস্র আওয়াজ -
"রা.লিভ, গা.লিভ ইয়া চা.লিভ।"
হয় ধর্মান্তরিত হও নইলে মরো। তার পরের ইতিহাস অনেকের জানা। যারা জানেন না তারা পড়ে নেবেন। যদি কিছু তার থেকে শিক্ষা নেন।
বিহারী, গুজরাটী, পঞ্জাবী, মারাঠি এসব করে আর আহম্মকপনা করবেন। এখনও যদি হুঁশ না ফেরে তাহলে নিজের জুতো নিজের গালে মেরে বাস্তবে ফিরুন।
দু'দিন কাশ্মীর গিয়ে গলে পড়েন। আহা কি মৈত্রী তাই না? ছিলাম শ্রীনগর ৬ মাস ওদের আসল রূপ দেখেছি দুই একজন ছাড়া। সে গল্প আরেকদিন হবে।
আপনারা ঠেকুয়া নিয়ে খিল্লি করে জাকারিয়া চলে যান ইফতারি খেতে। রক্তে জল আছে কিনা চেক করুন। আপনার এই ঈদের সিমুই প্রীতি ছটের ঠেকুয়াতে দেখা যায় না কেন? কে হয় একাংশের চাচারা?
আজকাল তো বাঙালীও কম গুটখা খায় না। এমনকি মেয়েরাও। হিন্দি গান ছাড়া আপনার চলে না। অথচ ছটে আপনার অচ্ছুৎ মার্গ স্পষ্ট হয়। আপনি সম্মান না করলে পাবেন না। না পেলেই বলবেন এ খারাপ, ও খারাপ।
গর্গ নামক মহান ব্যক্তিকে অনুরোধ করব রাজা বাজার বা মিটিয়া বুরুজ গিয়ে বলুন বাংলা বলরে। সবাই বিহারী, ইউপি ভাষী বিশেষ সম্প্রদায়ের। আপনার বাতেলার ভুনা বানিয়ে চুনা লাগিয়ে দেবে।আপনার যত নেত্ত হিন্দু বিহারী নিয়ে। আমি নিজে ওখানে কোনও এক সম্প্রদায়ের দোকানে বাংলা বলে দেখেছিলাম দোকানী বুক ফুলিয়ে বলছে -
"হিন্দী মে বলিয়ে, বাংলা মুঝে মালুম নেহি।" সেখানে কাংলাপক্ষ কোনও ছেড়খানি করে দেখুক। বুঝব মায়ের দুধ খেয়েছে। আসলে মশাই আপনি নিজেই একজন তৃতীয় শ্রেণির নির্লজ্জ জাতি বিদ্বেষী।
কোনও বিহারীকে দেখিনি আমাদের কোনও পুজো বা আচার অনুষ্ঠান নিয়ে খিল্লি করতে। আমি তাদের সাথে মিশি ভক্তি ভরে তারা, প্রসাদ নেয়। অন্য একটি সম্প্রদায়ের মত বলে না, মূর্তি পুজো হারাম বা অন্য ধর্মের উপাসনা সঠিক নয়। সেই হারাম বলা মানুষের পা চাটবেন অথচ আপনার প্রতিবেশী তার মতো রীতি রেওয়াজ মানলে আপনার বুক ফাটে।
জন্মদিনে পায়েসের বদলে কেক কাটতে বিবেকে লাগে না? জিন্স টপ পরে মনে হয় না এটা বাঙালি কালচার নয়?
"আত্মঘাতী বাঙালী" নামটা এমনি হয়নি। বাংলাদেশ দেখেও আপনারা শোধরাননি এতটুকু। এখনও অত্যাচার চলছে সেখানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দৌলতে আপনি আজও পশ্চিমবঙ্গে বসবাস করতে পারছেন। নাহলে ওই হাল হতো আপনার আমার।
শুধরে যান। আপনার পিরীতের জন্য আমরা এপারে বলি হবো। আপনি আবার হয়ত রাজু থেকে রাজ্জাক হয়ে যাবেন। মেকি-সম্প্রীতি-খোর হিসেবে ।কিন্তু সবাই তা নয়। তারা নয় মরবে না হয় আত্মপক্ষের সদর্থক সমর্থনে তীব্র প্রতিরোধ করবে। নিজেদের ঘরে সিঁদ নিজেরা কাটছেন এক শ্রেণির বাঙালী। আপনার ছেলে মেয়ে ভারতের সব জায়গায় চাকরি করে। সেখান থেকে বাঙালী বলে লাথ মারলে দারুণ হবে কি? আপনি বলতে আমি এখানে সেই নাটুকে বাঙালীকে বলছি যাদের ঈদের সিমুইতে খিচুড়ি ভোগ মিশে বেহাগের সুর তোলে। এক বৃন্তে ফোটে তারা। অথচ শুধু ঠেকুয়ায় অ্যালার্জি হয় তাদের।
আপনার আচার আপনি পালন করুন, সবাই তার মতো করুক। কারোর নিয়ে এতো মস্করা করার কিছু নেই।
শেষে বলি ধার করা হিন্দি কথা। বোঝার হলে বুঝুন না হলে সিরিয়াল দেখুন।
"অগর বাঁটোগে তো কাটোগে"
সবার সুমতি হোক। বাস্তবে ফিরুক বাঙালী। আর হ্যাঁ আর একটা কথা, মেকি-বিপ্লবী-সম্প্রীতি-খোর হয়ে সমাজে বসবাস করে নগ্ন খিল্লি করা বন্ধ করুন, প্লিজ।
(www.theoffnews.com fake secularism com munalism)
Post A Comment:
0 comments so far,add yours