মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:
একসময় বেশী কথা বলার চোটে শাস্তি পেতে হতো স্কুলে। ছটফটে মেয়ে ভীষণ। এত বাচালতা ভালো নয়। বড়দের প্রায়শই ধমক। মেয়ে বলে কথা, তার আবার এত জোরে হাসি? হাসির আওয়াজের জোরে বড়দের ভ্রু কুঁচকে তাকানো। সব কথাতেই, কেন করব না? কি হবে করলে? প্রশ্ন ছুঁড়ে দেওয়া। মানুষের ভিড়ে আনন্দ করা, বাড়িতে প্রিয় আত্মীয়স্বজনরা কেউ এসে চলে গেলে খালি ঘরে কাঁদতে বসা অভ্যাস তাদের জন্য মনখারাপ করে। এরকম আরও কত কি আবোলতাবোল আগলে ছিল মন।
অনেকগুলো বছর জীবনের পেরিয়ে আজ কথা বলার ইচ্ছা কম সবার সাথে। চুপকথার রূপকথার এত যে গভীরতা কে জানত। নিজের সাথে নিজের এত কথা বাকি ছিল ভেবেও দেখা হয়নি। অনুভব করা হয়নি। সেগুলো শেষ করতে হবে সে তাগিদ আজ ভেতর থেকেই। নিজেকে নতুন করে দেখা বারবার। কোন আমিটা আসল আমি, ফেলে আসা আমি না আজকের আমি তার হিসেব নিকেশ চলে।
কেন করব না আজ বদলে গেছে নাই বা করলাম এই অছিলায়। অকারণ আহত হবার ভয় নেই তাই তাতে।
প্রশ্নের ঝড় আজ শান্ত হয়ে গেছে গেছে উত্তর দিতে দিতে। এড়িয়ে যেতে শেখা হয়েছে বোধহয় এতদিনে। মনের খরস্রোতা বেগে যা উদ্দামতা ছিল তা আজ পরিণত। মোহনা বোধ হয় কাছেই, আমার সব উত্তর নিয়ে।
উঁহু দুঃখবিলাস বা প্রেমের উপাখ্যান নয়, মনের কথা লেখার তাগিদে এ লেখা।
কেউ এসে চলে গেলে কাঁদা তো দুর কেউ না আসুক এখন এটাই চেয়ে যাই। মানুষের থেকে দুরে ভালো থাকাতেই ভালো থাকা যায় বুঝে নিয়েছি।
"এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস।"
গানটার এই লাইনটা বেশ লাগে।
প্রিয় অপ্রিয় চিনে নিতে ভুল হয় না সচরাচর আর। একা একাই সব থেকে ভালো থাকা যায় তাই কথার খরচ কম। জমা হচ্ছে প্রচুর। মনের বাক্সতে কথাগুলো পুরে চাবি দিয়ে, তারপর চাবিকাঠি ছুঁড়ে ফেলে দিয়েছি মনের গভীর জলে। বাক্সখানা এমন গভীর খাদে লুকিয়ে ফেলেছি কেউ খোঁজ পাবে না। কিছু কথা নিজের থাকা ভালো। বড় আপন হয়ে আছে তারা দুঃখ সুখের স্মৃতি মেখে। তার ভাগ দেওয়া যাবে না।
সময়ের সাথে মুখোশ খুলে যায় চারপাশে থাকা মানুষের। হোঁচট খেলেই বোধ হয় জীবন চেনা যায়। কাদের থেকে দুরে থাকতে হবে বোঝা যায়। তাতে ভালো থাকা যায়। মেকি ভালো থাকার মোড়কে ভেতরের আমিটা অন্তত হাঁপিয়ে ওঠে না। ফুল ভরা কাঞ্চন গাছের পাতাগুলোর সাথে প্রাণভরে কথা বলা যায়। বৃষ্টির ফোঁটাকে দুহাতে নিয়ে সারামুখে বুলিয়ে আদর নেওয়া যায়। মেকাপ ছাড়া সাদামাটাভাবে অনেকটা পথ হেঁটে আসা যায়। সরল জীবনের যে রঙ তার রঙীন মেকাপ মুখে নিয়ে সাজতে জানতে হয়।
ঋতু পরিবর্তন জীবনেরও আসে। তার রূপ, রস, গন্ধ, বর্ণ নিয়ে নিজেকে চিনে নিলেই অপার শান্তি। আমি আমাকে সাজিয়ে ফেলেছি এভাবেই। ভালো লাগছে সেজে উঠতে।
"তুমি হও শুধু তোমারই
আমি হই আমারই একা।
সত্যি জানো লাভ কি তাতে
বানানো সাজানো গল্প লেখা"
(www.theoffnews.com me myself others life)
Post A Comment:
0 comments so far,add yours