মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

ট্রেন থেকে নামব,  হাওড়া এসে গেছে। সামনেই  এক বয়স্ক ভদ্রমহিলা। তিনি আর এগোন না। তাকে বললাম,

"চলুন, নামব তো।"

ওমা তিনি দেখি রেগে মেগে আমায় বললেন, 

"তুই যা না আমি তোর সাথে নেমে কি করব? আমি বম্বে নামব। তারপর ওখান থেকে সুন্দরবনে বাঘ মারতে যাব। তোর সঙ্গে গেলে আমার চলবে? তুই কাজ করতে যা।"

হাসি পেল খুব সেই সরস উত্তর শুনে। আমার সাথে আরও অনেকেই হেসে ফেলল। আমি তাকে আচ্ছা ঠিকাছে বলে নেমে গেলাম। সক্কাল সক্কাল বাঘ মেরে কাজ নেই। 

কিন্তু যিনি বললেন, তিনি তার কল্পনায় অনেক দুর যাচ্ছেন বুঝলাম। যেই হোন ভালো থাকুন। একাকিনী তিনি বুঝলাম। জীবন তাকে যেখানে এনেছে, তিনি তাই নিয়েই চলছেন। সেটা ভেবেই আমার মুচকি হাসির আড়ালে একটা তীব্র যন্ত্রণাও ছুঁয়ে গেল এবার নিজস্ব মনকে। কল্পনাতেও কিছু মানুষ বাঁচে এভাবেই। 

(www.theoffnews.com imagination)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours