সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ:

"আমি বাবা আর ডাকলেও রাজভবনে যাব না, যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি।"

এই বক্তব্যের বক্তা কে? বক্তা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার আমার একটা প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রীর কাছে। 

মাননীয়া আপনার অধীনেই পুলিশ দফতর। স্বাস্থ্য দফতরও আপনার অধীনে। ভুল বলিনি তো গণদিদি?

তাহলে যে কারণে (?) একজন মহিলা হয়ে রাজভবণে যেতে আপনি নিজে আগ্রহী নন, ঠিক একই কারণে বরং অতিরিক্ত নারকীয় জিঘাংসার কারণে মহিলা চিকিৎসা, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আরজিকর হাসপাতালে নিজ নিজ কর্মে যোগ দেবেন কোন সাহসে? আরজিকর হাসপাতাল তো আপনার অধীনেই। ঠিক তো?

অথচ আপনার অধীনস্থ হাসপাতালে আপনিই আবার আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেই চলেছেন পর্যায়ক্রমে। এটা কি আপনার দ্বিচারিতা নয়?

রাজভবণ প্রসঙ্গে আপনার ইজ্জতের ভয় সঙ্গত অথচ আরজিকর হাসপাতালে কর্মে নিযুক্ত নারীদের ইজ্জতের ভয় অসঙ্গত! কি বলতে চান আপনি বাংলার মানুষকে!

আগে আপনি রাজভবণে নিজে একাকী যান আরজিকর হাসপাতাল সম্পর্কে রাজ্যপালকে অবহিত করতে, তারপর না হয় আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানাবেন। আপনি তো রাজ্যের প্রশাসনিক অভিভাবিকা। আপনিই না হয় প্রথম দৃষ্টান্তটা তৈরি করুন। রাজ্যের স্বার্থে একটু উদারতা দেখাতে আপনার আপত্তি কোথায়?

অন্যথায় আপনার নিরপেক্ষ নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবেই। যা আপনার পক্ষে মোটেই সুখকর পরিস্থিতি যে হবে না আগত সময়ের নিরিখে, এটা একজন সাংবাদিক হিসেবে নিশ্চিত করে বলতেই পারি।

নিশ্চয়ই আপনার স্মরণে আছে, সময়টা ২০১১ সালের ১৯ মে। যেদিন মহাকরণের অভিমুখে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছিলেন। মহানগরের রাজপথে। তখন আপনার পায়ে পায়ে তাল মিলিয়ে ছিল জনসমুদ্র। যা ছিল তদানীন্তন সততার প্রতীকের প্রতি এক গভীর আস্থার জয়গান। কি মনে পড়ছে ম্যাডাম? আর মাত্র কয়েক দিন আগে, ২০২৪ সালের ১৪ অগাষ্টের রাতটার কথা একবার ভাবুন। সারা দুনিয়া কি দেখল? মধ্যরাতের দখলদারী। বঙ্গললনার। সারা বাংলার প্রতিটি অলিতে গলিতে। না জনসমুদ্র বলি কি করে এই দখলদারীকে? এতো মহাজনসমুদ্রের মহাগণবিস্ফোরণ। ভাবতে পেরেছিলেন কি এমন রাত দখলের কথা!

বিশ্বাস করুন সত্যের অপলাপ না করেই বলছি, সেদিনের জনসমুদ্র যে ম্লান হয়ে গেল এক লহমায় এদিনের মহাজনসমুদ্রের বৈশ্বিক উচ্ছ্বাসের তুল্য বিচারে। যে উচ্ছ্বাসে নিহিত ছিল আপনার স্বৈরাচারী অনাচার দুঃশাসনের প্রতি একাধিক নামার চুড়ান্ত অনাস্থা।

আশাকরি আগামীর আশু দেওয়াল লিখনটা আপনি অনুধাবন করতে পারছেন!

(www.theoffnews.com Mamata Banerjee Bengali women night capture)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours