সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

(লাতিন আমেরিকার মেক্সিকোর মাযাটেক আদিবাসী উপজাতিদের লোককথা)

মূল লেখক: মেলচোর গার্সিয়া 

ওহ্, ভায়ারা, এটা একবার ভেবে দেখেছ!

একসময় চারদিকে কিছুই দেখার ছিল না, যেদিকে তাকাও শুধু জল আর জল।

শেষে ভগবানের মুখ ফুটল, “এই জলটাকে যে ভাবেই হোক শুকোতেই হবে। পৃথিবী গড়ে উঠুক”।

আর তারপরেই পৃথিবীর জন্ম হল, কিন্তু সেখানে তখনও কোন পাহাড়-পর্বত ছিল না।

ভগবান আবার বল্লেন, “আগামীকাল একটা কাজের দিন। সোমবার। ওই দিন আমরা কাজ শুরু করব। আমরা পাহাড়-পর্বত তৈরি করব, যাতে গাছেরা জন্মাতে পারে”। 

তাই করা হল।

দ্বিতীয় দিন, মঙ্গলবার। আরও কাজ। ভগবান নহরগুলো কেটে ফেললেন যেগুলো দিয়ে সমস্ত জল বয়ে যাবে; নদী আর নালা।

তৃতীয় দিন, বুধবার। ভগবান মেঘ সৃষ্টি করলেন। “নদীসমূহ জলে ভরে উঠুক। গাছেদের জন্ম হোক”।

চতুর্থ দিন, বেস্পতিবার। মাছেদেরকে এবার ভগবান তৈরি করলেন। এবার জলে জীবের আগমন হল, এখন জলরাশি নির্মল হল।

শুক্কুরবার, পঞ্চম দিন। ভগবান উপত্যকাসমূহ সৃষ্টি করলেন।

শনিবার, ষষ্ঠ দিন। পৃথিবীর সমস্ত জীবজন্তুকে তিনি সৃষ্টি করলেন, এবং মানুষকে।

সপ্তম দিন, রবিবার। অতঃপর ভগবান উবাচ, “আমাদের কাজ হল সমাপ্ত। আসুন, আমরা সকলে হই একত্রিত। চলুন চার্চে যাই প্রার্থনা করিতে যাহাতে আমরা যা প্রারব্ধ করিলাম তাহা যেন সহস্র সহস্র বৎসর পরেও পৃথিবীতে অমলিন থাকে। এবং আমাদের সন্তানেরাও, যাহারা ভবিষ্যতে আসিবে, তাহারাও আমরা বর্তমানে যাহা করিতেছি, ভবিষ্যতে তাহাই করিবে”।

এক্ষণে ভগবানের কর্ম সমাপ্ত হইল। নটে গাছটিও মুড়ালো।

(www.theoffnews.com Latin American Mexican folk tales)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours