সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
লাতিন আমেরিকার মেক্সিকো লোকগাথা
মূল লেখক: অ্যাটনেসিয়ো দ্য দিয়স
বিশ্বপিতা ভগবান যখন বৃদ্ধ হইলেন, চাষীদের বাড়ি বাড়ি ঘুরে শুধোতে লাগলেন - “তোমরা কী করছ? আমার বাছারা, তোমরা কী ফসল ফলাচ্ছ?”
একজন চাষা তাঁকে ভেঙিয়ে বলল - “আমি পাথর ফলাচ্ছি”। বিশ্বপিতা তাঁর গন্তব্যের দিকে রওনা হলেন। পরের দিন, যেসব মাঠে ফসল ভর্তি ছিল সেখানে শুধু পাথর দেখা গেল। অনুতপ্ত চাষী নিজের মনেই বলল - “পবিত্র আত্মা আমার ঘরে এসেছিলেন”।
বৃদ্ধ পিতা ঘুরতেই থাকলেন। এক সময় তিনি আমাদের আর এক পূর্বপুরুষের বাড়িতে এলেন আর শুধোলেন - “বাছা, তুমি কী ফসলের চাষ করছ?”
লোকটি রূঢ ভাবে উত্তর দিল - “আমি শিলনোড়ার চাষ করছি”। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই চাষাটা দেখল তার শস্যভরা গাছগুলি পাথরের নোড়াতে পরিণত হয়েছে। সেও নিজেকে বলল - “পরমেশ্বর আমার কাছে এসেছিলেন”।
পরম পিতা এগিয়ে চললেন। তৃতীয় একজনকে প্রশ্ন করলেন - “তুমি কী কর বাছা?”
“আমি সামান্য কিছু শস্য আর কয়েকটা মটরশুঁটির গাছ লাগিয়েছি। আপনি কি অনুগ্রহ করে মাংসের একটু সুরুয়া খাবেন?”
“হ্যাঁ, বাছা,” পরমেশ্বর উত্তর দিলেন, “নিশ্চয়ই খাব”।চাষীটি তাঁকে এক পাত্র শুরুয়া দিল। তারপর ভগবান তাঁকে বললেন - “রাত্রে থাকার জন্য তোমার বাড়িতে একটু জায়গা হবে কি?”
“অবশ্যই, সানন্দে”।
বাছা, একরকম চুলকানি থেকে আমার গোটা গায়ে ঘা হয়ে গেছে - আশা করি তোমার ঘেন্না হবে না”।
“পিতা চিন্তা করবেন না। আমি আপনার সেবা শুশ্রূষা করব”।
পিতা বললেন - “তাহলে এখানেই থাক। এখন তোমার মাঠে যেও না”।
সেবা শুশ্রূষা করে সে যখন পিতাকে ভাল করে তুলল তখন তিন দিন অতিক্রান্ত হয়েছে আর পরমপিতা তাকে জানালেন - “তোমার জমিতে ইতিমধ্যেই ফসল বোনা হয়ে গেছে - শস্য ফলতে শুরু করেছে আর ছোট্ট ছোট্ট মটরশুঁটি ধরেছে”।
চাষী চিৎকার করে উঠল - “অসম্ভব! আমার বিশ্বাস হচ্ছে না!”
“নিজের চোখেই দেখে এসো”।
চাষী একছুটে মাঠে গেল আর দেখল সত্যিই ফসলের গুছি এসে গেছে আর ছোট্ট ছোট্ট মটরশুঁটি তৈরি হয়ে গেছে।
যখন সে বাড়ি ফিরে এল পরমপিতা তখন চলে গেছেন। সে তার বৌকে জিগ্যেস করল - “তিনি কোথায়?
“এইমাত্র চলে গেলেন”।
“তাহলে বিছানাটা ঝাঁকাও”। তারা সেটাই করল আর একটা ছোট্ট বটুয়া বেরিয়ে এল যার মধ্যে কিছু টাকা ছিল। তারা পিতার পিছনে ছুটল তাঁকে এই খবরটা দিতে যে তিনি টাকার থলিটা ফেলে গিয়েছিলেন।
বৃদ্ধ ভগবান বললেন - “ওটা আমি তোমাদের জন্যই রেখে এসেছি যাতে তোমরা কিছু কেনাকাটা করতে পারো”।
“ধন্যবাদ প্রভু”।
বৃদ্ধ বললেন - “আমার আর একটা উপকার করো। শয়তান আমাকে অনুসরণ করছে। ও যখন এখানে আসবে ওকে বলবে আমি তিন বছর আগে এখান দিয়ে পেরিয়ে গেছি”।
অতঃপর শয়তানের আবির্ভাব। তার প্রশ্ন - “কোথায় সে? কোন রাস্তায় গেছে?”
চাষা উল্টোদিকের রাস্তাটা দেখিয়ে দিল। শয়তান চলে গেল। চাষা নিজের মাঠে কাজ করতে লাগল।
দিন আসে, দিন যায়।
(www.theoffnews.com Mexican folk tales)
Post A Comment:
0 comments so far,add yours