মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:
অফিস থেকে ব্যাগ নিয়ে প্রায় দৌড়ে বেরোচ্ছি একটু তাড়াতাড়ি।
মেঘ জমেছে কালো হয়ে। করিডোর দিয়ে যাবার সময় কানে এলো,
"ভিজে যাবেন কিন্তু। বৃষ্টি আসছে।"
স্মোকিং জোন থেকে এগিয়ে আসা অপর প্রান্তের মানুষটার মুখে হালকা হাসি। খুব চেনা নয় সে। দেখেছি বা দেখিনি।
"হোক না বৃষ্টি, রিমঝিম বৃষ্টিতে ভিজে চলে যাব। ভালোই হবে।"
উত্তর দিলাম আমি।
ব্যাস, এরপর ছুটে বাস, তারপর ট্রেন। জানলার ধারে বসে দেখছি মেঘকালো এক মনভেজা নিটোল আকাশ।
লিলুয়া পেরিয়ে যেতেই নামল বৃষ্টি অঝোরে। জানলার কাঁচ নামিয়ে বসে গেলাম বৃষ্টি দেখতে।
ঠিক তখনই হাতে ধরা ফোনে হঠাৎই আসা মেসেজের টুং আওয়াজ।
অচেনা নম্বর থেকে আসা তিনটি শব্দ-
"এনজয় ইয়োর রিমঝিম।"
না, আর কোনদিন কোন মেসেজ আসেনি বা আমিও খুঁজিনি বার্তা প্রেরণকারীকে। জানার ইচ্ছে হয়নি কিভাবেই বা আমার নাম্বারের হদিশ তার ফোনে।
কিছু জিনিস খুঁজতে নেই, অজানাই রাখতে হয়। শুধু তার রেশ অনুভব করতে হয় মনের চেনা অচেনা নানা অলিগলি বেয়ে।
কেটে গেছে বেশ কটা বছর। আজও শুধু বৃষ্টি এলেই, আচমকা মনে হয় কেউ বলছে-
"এনজয় ইয়োর রিমঝিম।"
একটা ভালোলাগা মনে কাজ করে যায়। চলুক মনের মাঝে অন্তঃসলিলা হয়ে এ ভালো লাগার স্রোত। ক্ষতি কি!
(www.theoffnews.com raining)
Post A Comment:
0 comments so far,add yours