প্রাণকৃষ্ণ মিশ্র, লেখক, কালনা, পূর্ব বর্ধমান:

ওহে ডাক্তার, নিরপেক্ষ কিছু হয় না। অরাজনীতির রাজনীতি কখনও সাফল্যের দোড়গড়ায় পৌঁছে দিতে পারে না। 

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, অথচ বলছেন তা অরাজনৈতিক -হয় নাকি? আপনি ভাবছেন, অরাজনৈতিক দাবি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী ভাবছেন এ দাবি রাজনৈতিক। স্বাস্থ্যমন্ত্রীর চেলা ছিঃ-নাল ঘোষ থেকে বটতলার ব্যানার্জি সকলেই প্রচার করছে আন্দোলন রাজনৈতিক। 

তিলোত্তমা কেন নেই?

রাজনৈতিক কারনেই সে নেই। তাকে সরিয়ে দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।

ডাক্তার সাহেব-সাহেবারা, ভেবে দেখুন আপনাদের আন্দোলনের পাশে এই মুহূর্তে কারা আছে? নাগপুরের গরুগুলো নেই। কারণ নাগপুরের বন্ধু, এই সরকারের প্রধান। তাই আন্দোলনে ওরা প্রথমের দিকে থাকলেও পরে ওরা গোয়ালে বাঁধা পড়েছে।

অপরাধীর ফাঁসির দাবিতে যারা ছিল, তাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র একজনকে ফাঁসিয়ে দিয়ে তদন্ত ধামাচাপা দেওয়া। দেখুন এই মুহূর্তে তারা আপনাদের আন্দোলনকে তাচ্ছিল্য করতে উঠেপড়ে লেগেছে। 

ডাক্তার বাবুবিবিদের এই আন্দোলনে আছে একমাত্র বামপন্থীরা। আপনাদের ধর্ণা মঞ্চে নেই ঠিকই, তারা আজও রাস্তায় আছে। নিজেদের মত করে আছে। কারন কী?

কারণ, আপনাদের আন্দোলন সঠিক ও ন্যায়সঙ্গত দাবির সপক্ষে। আপনাদের আন্দোলনের জয় হলে  সামাজিক সুবিধা হবে। তাই তারা আজও এই উৎসবের মরশুমে পথে।

আপনাদের আন্দোলনকে সংহতি জানিয়ে বামপন্থীরা রয়েছে। ঠিক এই কারনে সিপিআই(এম), নকশালপন্থী এমন বিবৃতি ছড়িয়ে দিচ্ছে মাননীয় ছিঃ-নাল ঘোষ থেকে শুরু করে পাড়ার চুনো পুঁটি সকলে। 

ডাক্তারগণ জোরের সাথে বলুন, আমাদের আন্দোলন অরাজনৈতিক নয়, আমাদের দাবি রাজনৈতিক, সামাজিক দাবির পক্ষে। 

তাতে যদি কেউ আপনাদের সিপিআই(এম) বা নকশাল বলে বলুক। কি হবে?

আসল উদ্দেশ্য জয় ছিনিয়ে আনা। 

আপনাদের আসল উদ্দেশ্য এই সরকারের অনৈতিক, অসামাজিক কাজকর্মের বিরোধিতা। তিলোত্তমার উপর নির্মম অত্যাচারীদের প্রকাশ্যে আনার নিমিত্তে।   

আপনাদের আন্দোলন সফল তখনই হবে যখন নিজেরা ভাববেন আন্দোলন রাজনৈতিক। 

চাল, ডাল, নুন, তেলের মূল্য নির্ধারিত হয় রাজনৈতিক নেতাদের অঙ্গুলিহেলনে। 

শ্রমিক কর্মচারীর বেতন, উন্নয়ন ঠিক করে রাজনৈতিক চেয়ার। 

এদেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় চুরি, ডাকাতি, রাহাজানি ঠিক হয় রাজনীতির টেবিলে, আপনি ভাবছেন অরাজনৈতিক আন্দোলন করে জয় ছিনিয়ে আনবেন? 

ভাবুন ডাক্তারবৃন্দ। একটু ভাবুন।

(www.theoffnews.com doctors agitation CPM)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours