সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

প্রত্নতাত্ত্বিকদের একটি দল অতি সম্প্রতি তেলঙ্গানার মুলুগু জেলার এসএস তাদভাই মন্ডলের বান্দালা গ্রামের কাছে ওরাগুট্টায় একটি অনন্য লৌহ যুগের মেগালিথিক সাইট আবিষ্কার করেছে বলে জানিয়েছে।

হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক কেপি রাও এবং অন্ধ্রপ্রদেশের কাদাপার আদিবাসী অধ্যুষিত জেলার বনাঞ্চলে যোগী ভেমানা বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রবীণ রাজুর নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের দলটি এই স্থানটি আবিষ্কার করেছে।

অধ্যাপক রাও, যিনি একজন সক্রিয় ক্ষেত্র-প্রত্নবিদ এবং যিনি প্রাচীন ইতিহাস, ফিল্ড আর্কিওলজি, প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক সংস্কৃতি সম্পর্কিত বিষয়ের শিক্ষকতা করেন, বলেছেন যে পাহাড়ের ঘন জঙ্গল ও ঢালে স্মৃতিস্তম্ভের সঠিক সংখ্যা গণনা করা না গেলেও ২০০টিরও বেশি মেগালিথিক স্মৃতিস্তম্ভ রয়েছে বলে মনে হচ্ছে। 

প্রফেসর রাও আরও বলেছেন - “এখানে একটা খুব কৌতূহলোদ্দীপক নতুন ধরণের স্মৃতিস্তম্ভ রয়েছে, যা ভারতের অন্যান্য অঞ্চলে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সাধারণত এই অঞ্চলে, আমরা 'ডলমেনয়েড সিস্ট' নামে পরিচিত এক ধরনের মেগালিথিক স্মৃতিস্তম্ভ খুঁজে পাই। এই অঞ্চলের বেশিরভাগ স্মৃতিস্তম্ভের বর্গাকৃতি বা আয়তক্ষেত্রাকার আকৃতি রয়েছে। কিন্তু এই প্রত্নস্থলটির (ওরাগুট্টা) অনন্য বৈশিষ্ট্য রয়েছে। মেগালিথিক স্মৃতিস্তম্ভের পাশের পাথরের খন্ডগুলি ক্যাপ-স্টোনের আকৃতি অনুসরণ করে পাথরের চাঙড় দিয়ে সাজানো হয়। তাই, ক্যাপ-স্টোনটি যেমন আকৃতির প্রতিটি 'ডলমেনয়েড সিস্ট'ও তেমনি একটি অনন্য আকৃতির। এই স্মৃতিস্তম্ভগুলি খ্রিস্টপূর্ব ১০০০ সালের আশপাশে হতে পারে।”

অধ্যাপক রাও আরও বলেন, “ইউরোপে এই ধরনের স্মৃতিস্তম্ভ প্যাসেজ চেম্বার নামে পরিচিত। সম্ভবত এই ধরণের স্মৃতিস্তম্ভগুলি আরও বিবর্তিত ধরণের বর্গাকার এবং আয়তক্ষেত্রাকার স্মৃতিস্তম্ভের জন্ম দিয়েছে।"

দলটি ভদ্রদ্রি কোথাগুডেম জেলার গুন্ডালা মন্ডলের দামরাতোগুতে দুটি নতুন রক আর্ট সাইটও আবিষ্কার করেছে।

'দেবরলাবন্দ মুলা' নামে পরিচিত প্রথম সাইটটিতে শুধুমাত্র প্রাণীদের চিত্রাঙ্কন রয়েছে এবং কোনও মানুষ নেই। যেহেতু কোনও অস্ত্র বা গৃহপালিত প্রাণী দেখানো হয়নি, তাই বিশ্বাস করা হয় যে চিত্রগুলি মেসোলিথিক যুগের এবং ৮০০০-৩০০০ খ্রিস্টপূর্ব সময়ের মধ্যে যে কোন সময়ের হতে পারে।

(www.theoffnews.com Telengana archaeological places)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours