সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:
শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বসকে চুমু দিয়ে দিনের কাজ শুরু হয় অফিসের মহিলা কর্মীদের...
অফিসের প্রধান বা বসকে সম্ভাষণ করতে হয় সবখানেই। সেটা হয়তো কুর্ণিশ বিনিময়, 'গুডমর্নিং' বা 'হাই' বলেও করা হয়। কিন্তু দিনের শুরুতে বসকে চুমু দিয়ে কাজ শুরু করার রেওয়াজ এই প্রথম শুনছেন বোধহয়!
হ্যাঁ। এমনটাই নিয়ম চীনের একটি সংস্থায়। সেখানে দিনের শুরুতে সব মহিলাদের বসকে চুমু দিয়ে কাজ শুরু করতে হয়। সেই চুমু আবার দায়সারা চুমু নয়। রীতিমত ওষ্ঠচুম্বন করতে হবে। প্রতিদিন সকাল ন'টার সময়ে।
বেজিংয়ের টোংঝোউ জেলার একটি হোম ব্রিউয়ারি মেশিন বিক্রেতা সংস্থায় এমন নিয়ম চালু করা আছে। সেখানে প্রতিদিন কাজের শুরুতে কোম্পানির প্রতিটি মহিলা কর্মচারী তাদের বস'কে একটি করে চুমু খাবেন। এবং সেটা ওষ্ঠচুম্বন।
জানা গেছে, কোম্পানির মালিক বিশ্বাস করেন, চুম্বনই একমাত্র ব্যাপার, যা মানুষে-মানুষে বন্ধনকে আরও দৃঢ় করে। তাই কর্পোরেট সংস্কৃতির অঙ্গ করে তোলা হয়েছে চুম্বনকে।
এই সংস্থায় মহিলা কর্মীদের সংখ্যাই বেশি। তাদের সবাই এই নিয়মকে ভাল দৃষ্টিতে নেননি। অনেকে ক্ষুব্ধ হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন।
(www.theoffnews.com kiss boss office China)
Post A Comment:
0 comments so far,add yours