সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ; সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সমালোচনা করা অর্থহীন। এতো অনেকটা নাচতে না জানলে উঠোন বাঁকা অবস্থা। নির্যাতিতার পরিবার ও জুনিয়র ডাক্তারদের তরফে এমন কোনও উকিল দেখলাম না যাঁরা কপিল সিব্বলের মিথ্যাচারকে রুখে দিতে পারেন দাপটের সঙ্গে। রাজ্যের উকিল তো ফাঁকা মাঠে অবাধে খেললেন। যেমন ইচ্ছে তেমন কোনও প্রতিরোধ ছাড়াই। রোগী মৃত্যুর সংখ্যা নিয়ে কতবড় মিথ্যাচার দেখলাম। সদ্যজাত শিশুও বলবে, ওই সংখ্যাটার অধিক অংশই জল মেশানো। অথচ সেই সংখ্যার কাউন্টার হলো কই? ওই একটা ইস্যুতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কপিল সিব্বলকে নাস্তানাবুদ করা তো যেতেই পারতো খুব সহজে। রাজ্যের উকিলকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করার এই মোক্ষম সুযোগটা কেউ তো কাজে লাগালেনই না, উল্টে তাঁকে ওয়াকওভার দিয়ে দিলেন একাংশ সো কলড আইনজীবী নির্বাক সেজে। এও একধরণের পর্বতের মুসিক প্রসব দেখলাম এহেন আইনজীবীদের ক্ষেত্রে। এজলাসে দাঁড়িয়ে বিপক্ষের বিরুদ্ধে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বাইরে বেরিয়ে ফেক বিপ্লবী সেজে কি লাভ? এঁরা কোর্টে সেমসাইড গোল খেতে গেছেন কি ইচ্ছে করেই? জেনে বুঝে? এই আইনজীবীদের আচরণটা কিন্তু যথেষ্টই অদ্ভুত লাগলো। অনেকটা বিয়ে বাড়ির নিক বরের মতো। হাজির সবার সামনে সশরীরে অথচ উপাচারের কিছুতে নেই। আক্ষরিক অর্থে প্রকারান্তরে এঁরাও পুরো মামলার মেরিটসটাকেই মার্ডার করে দিচ্ছে নীরব নিক বরের ছদ্মবেশে। আদালত আদতে ঘোড়ার চোখে ঠুলি লাগানোর মতো শুধু ফ্যাক্ট ও আর্গুমেন্ট বোঝে। সেখানে নিধিরাম সর্দার হলে প্রধান বিচারপতিরও তো হাত পা বাঁধা থাকবেই। এটুকু হলফ করে বলতে পারি, কপিল সিব্বলের মিথ্যাচারের মোকাবেলা আগামীতে না করতে পারলে প্রতিবাদীদের জন্য চরম হতাশাই অপেক্ষা করছে। অতএব হাইকোর্টের হিমালয় আর সুপ্রিম কোর্টের হিমবাহদের রিপ্লেসমেন্ট না হলে নির্যাতিতার বিচারের বাণী নিভৃতে কাঁদবে অচিরেই। বড় দুঃখের কথা হলেও এটাই বাস্তব, অন্তত গত দুটো দিনের মামলার সম্প্রচার তো তারই সাক্ষ্য বহণ করছে। সময় এসে গেছে এইসমস্ত আইনজীবীদের চিহ্নিত করার। কারণ এঁরাও কিন্তু জনমানসে আজকের হতাশা সৃষ্টির অন্যতম অনুঘটক এবং দায়ীও। তাই বদলটা জরুরি। অতি অবশ্যই। অন্তত উকিল নির্বাচনের ক্ষেত্রে। কারণ, ওই উকিল বাহাদুরদের ইজ্জতের চেয়ে সম্প্রতি মৃতা নির্যাতিতার বিচার প্রাপ্তির মূল্যটা বঙ্গবাসীর কাছে অনেক অনেক যোজন বেশি অগ্রাধিকারের। বাকিটা সময় বলবে। (www.theoffnews.com supreme court advocate)
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours