মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

হাসি মজায় কাটে সারাদিন হয়তো আমার ফেসবুকে বা ব্যক্তিগত ভাবে। এভাবেই হয়তো নিজেকে ভালো রাখি। কিন্তু সমস্ত দিনের শেষে কোথাও না কোথাও নিজেকে একা হতে হয় নিজের  সাথে। এটাও দরকার। নিজেকে চিনতে হয়। চারপাশ চিনতে হয় তখন। নাহলে সবটাই বোধহয় ফাঁকি। 

কোনও ফেলে আসা ঘটনা মনে আসে কিছু যন্ত্রণা নিয়ে। কাল রাত্রে বৃষ্টি যখন অবিশ্রান্ত এক দৃষ্টিহীন বৃদ্ধ মানুষকে দেখলাম ট্রেন থেকে নেমেই। হাতে মলিন এক কাগজ। বারবার অসহায় কাতর আবেদন "জারাহ শুনিয়ে গা কোই। কেউ শুনবেন একটু।" দুরকম ভাষাতেই ডাকছেন উনি।

কেউ থামছে, কেউ থামছে না। মানুষ ব্যস্ত বড়ো হয়তো বা কতজনকে দেখবে কত হাহাকার শুনবে। 

তবে আমি থামলাম। ব্যাগ খুলে নিজের সামর্থ্য  মতো কিছু টাকা বার করলাম। ডেকে বললাম শুনছেন,  উনি হাত বাড়ালেন। কাগজে কি লেখা দেখার সাহস বা ইচ্ছে হয়নি আমার। টাকাটা ওনার হাতে দিলাম। দেখলাম  উনি আন্দাজে হাত বাড়িয়ে টাকা নিয়ে মাথায় হাত দিয়ে হাতজোড় করলেন।  দেখলাম আলোহীন দুচোখ তার সাথে এক অশীতিপর বৃদ্ধের জোড় হাত আমায় চাবুক মারল। প্রায় ছুটে পালালাম ওখান থেকে। 

এক অব্যক্ত কষ্ট চেপে বসল তখন থেকে। এখনও যাকে বয়ে চলছি। অপরাধবোধ মনে। পিতৃতুল্য মানুষকেও এ পোড়া সমাজে হাত পাততে হয়। সেই সমাজের একজন আমি। বিলাসিতার হাতছানি চারপাশে আমাদের। তার আড়ালেই কত অন্ধকার। কেউ বেহিসেবী তো কারোর হাতে হিসেব করার কানাকড়িও নেই। অবাক পৃথিবীর এক নাগরিক আমি। আজকাল বয়েস বাড়ার সাথে সাথে বড় আবেগী হচ্ছি হয়তো। কিন্তু ভুল কিছু কি চাইছি এ সমাজের কাছে? 

কেউ একজন পাশ দিয়ে বলে গেল "দিলেন তো? টাকা নিয়ে মিষ্টি খাবে একটু পরে।"

যিনি বললেন তাকে ডেকে বললাম - শোনো ভাই তাই যদি খান উনি অপরাধ করবেন কোথায়? মিষ্টির দোকানটা কি তোমার? নাকি বিনা পয়সায় খাবেন উনি? 

ভালোমানুষ আজও আছে তাই পাশে দাঁড়ানো একটি কিশোর বলে উঠলো- "না না দিদি দাদু ওষুধ কেনে গো মিষ্টি খায় না।"

এই আমাদের সমাজ। চারিদিকে অমানুষের ভীড়।  আর তার সাথে লড়াই, কিছু অসহায় পরিস্থিতির শিকার কিছু মানুষের। রাত বাড়ে যন্ত্রণা বাড়ে। মনে পড়ে সব। আশা রাখব নতুন ভোর হবে। আলোর পথের যাত্রী আমরা নতুন ভোর আনার এক স্বপ্ন থাকুক আমাদের। 

"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য 

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?"

(www.theoffnews.com humanities)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours