মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

আর জি কর কান্ডে সবার বিচার চাই। সবাই গোলে হরিবোল দিচ্ছে। সাধু হবার এই চরম সুযোগ কেউ সহজে ছাড়ে? মুখ মুখোশের অদ্ভুত এক মেলা বসেছে। কে কত বড় বাজিকর তার কম্পিটিশন চলছে। ডাক্তার দ্বারা এক অউর ডক্টর কি মওত। তোলপাড় সব মহল। আমি বলি কি শুনুন। 

আপনার আশেপাশে বহু রেপিস্ট ঘুরছে এতকাল ধরে। আপনার আশেপাশে বহু প্রবঞ্চক ঘুরছে যারা অলরেডি অনেক মা বাবার চোখের আলো কেড়েছে বা কাড়বেও ভবিষ্যতে। এমন অনেক পুরুষ, নারী আছে যারা ভয়াবহ এক জীবন বা মরণ উপহার দিয়েছে তাদের প্রিয়জনকে, তারা আপনার চেনা হয়েও আপনার চারপাশে ঘুরছে মনের আনন্দে। এরাই কোনও মহিলা বা কোনও পুরুষকে অসহায় ভাবে কালরাত্রি যাপন করাচ্ছে প্রতিদিন। তিল তিল করে কাউকে মারছে তারা। স্লো পয়জন করছে। নাটকীয় ভাবে তাদের আপনারা চিনেও চেনেন না,  আর দায়িত্ব নিয়ে বলছি তাদের দেখে আপনারা হাসেন, একসাথে চায়ের আসরে বসেন। গল্প করেন তাদের সাথে নিজের ধান্দায়, সে ব্যবসায়িক হোক বা অন্য কিছু সম্পর্কের সুত্রে। একসাথেই প্রতিবাদ হচ্ছে। কি দারুণ মেলবন্ধন। তারিফ করি। 

আপনাদের মত নরকের কীট ওরাও নয় বুঝলেন?ওরা ক্ষমার অযোগ্য আর আপনি? কি বলা যায় আপনাকে?

একটা কথা বুঝছি যত দোষ নন্দ ঘোষ এ প্রবাদ সত্য। এছাড়া মানুষের দম বুঝে গেছি। ঘোলা জল এই তো সুযোগ তাই না? তাই সব দল সচেষ্ট। 

মোনালিসা মুখোপাধ্যায় বলবে, কবিতা, ববিতা, গান, নাটক, কান্না, রান্না, ঢাক, শাঁখ, লাইভ এসব  কিছুতেই এ সত্য সামনে আসবে না। নিজেদের সাহস এবং লড়াই কথা বলবে। আমি বহু নাটক পেরিয়ে এদের চিনেছি। ওদের কেশাগ্র স্পর্শ করে  দেখান আপনারা। লড়াই শুরু করুন গোড়া থেকে হিম্মৎ থাকলে। সত্যের আলো জ্বলুক। সত্যের আলো দেরিতে হলেও জ্বলবে এ বিশ্বাস রইলো অন্তরে। ভালো হোক চারপাশ। ভালো হোক সবকিছু। 

আলোর স্পর্শ আসুক। আবরণ সরুক মিথ্যের। কথা বলুক সময়ের চাবুক।

(www.theoffnews.com R G Kar hospital rape)



 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours