মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

ট্রেনে শুরু হয়ে গেছে মার্কেটিং সেরে ফেরার উপচে পড়া ভীড়, টেলারিং শপ অর্ডার ক্লোজ করার পথে, কসমেটিক্স থেকে মোহিনী মোহন কাঞ্জিলাল দম ফেলতে পারছে না, ফেসবুকে শাড়ি থেকে গয়নার অনলাইন মার্কেটিং কিছুই বাদ নেই। এমনকি আজ সকালে যারা উৎ শবে ছিল এখন দেখছি পরিপাটি হয়ে উৎসবের কেনাকাটার লাইভ করছে নিজেদের প্রোডাক্টের শাড়ি বা গয়নার বা এটা সেটার।

এগরোলে সুখের কামড় দিয়ে আমার কলিগ বলল, 

"কিরে মহালয়ায় ভোর দখল করছিস তো?"

উত্তরে জিজ্ঞেস করলাম - "গোয়া ট্রিপ সপ্তমীতে ক্যান্সেল করছিস তো?"

শুনে মনে হয় লঙ্কা চিবিয়ে ফেলল। জল খেয়ে আসছি বলে চলে গেল। তারপর সিটে বসে আর কথা বলেনি। আড়ি করে দিল নাকি বলুন তো?

শোরগোল দেখে যেদিকে তাকাচ্ছি কেউ উৎসবে নেই। তাহলে এই উৎসবের বাজার দখল হল কি করে? ভাইরে এগুলো কারা? চোখের সামনে কারা  নাটক করছে? ভীনগ্রহ থেকে আসছে?

উৎসবে ফিরতে হবে না, আসল চেহারায় ফিরে আসুন তো গিরগিটির দল। চেনা মানুষকে যদি দেখি ফেসবুকে নাটক করে বা রাত দিন দখল করে, উৎসবে নেই বলে বাজার গরম করে পুজোর মজা নিচ্ছেন তাহলে সেদিন আপনি আমার কাছেই দখল হবেন জবরদস্ত ভাবে আমার প্রশ্নে। আপনি উৎসবে নাকি উৎ শবে সে আপনার বিচার। কারোকে বিব্রত করবেন না নাটক করে। আপনি আপনার মতে চলুন। অন্য কেউ তার মতে।

আবার বলব প্রতিবাদ তাতে নিজস্বতা থাক। সত্য থাক। মনের জোর থাক। নাটক নয়।

(www.theoffnews.com agitation drama)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours