দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় আরও সাত জনকে গ্রেফতার করল বীরভূমের ময়ূরেশ্বর থানার পুলিশ। ধৃতদের মধ্যে পাঁচ মহিলা এবং এক নাবালিকা রয়েছে। এ নিয়ে খুনের ঘটনায় মোট ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের রবিবার রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে তোলা হয়। নাবালিকাকে সিউড়ি জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বীরভূমের ময়ূরেশ্বর থানার হরিসরা গ্রামে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে বাড়ি থেকে বের করে হাত বেঁধে দিয়ে পিটিয়ে খুন করা হয়। তারপর তাদের দেহ দুটিকে গ্রামের পাশে কাঁদরের জলে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। এরপরই শনিবার ১৫ জনকে গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। আদালতের কাছে প্রার্থনা করে ধৃতদের মধ্যে চারজনকে ছ'দিনের পুলিশ হেফাজতে নেয়। তাদের জেরা করে আরো সাত জনের নাম জানতে পারে পুলিশ। সেই মতো রাতেই সেই সাত অভিযুক্তদের গ্রেফতার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৭ সেপ্টেম্বর পুনরায় তাদের আদালতে তোলা হবে।

(www.theoffnews.com witch Birbhum murdered adibasi)



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours