রণজিৎ গুহ, লেখক ও সমাজকর্মী, দুর্গাপুর:
মা দুর্গা কিসে আসবেন, কিসে যাবেন! পাঁজি নয়, বলতে পারবেন আপনিই।
রবৌ চন্দ্রে গজারূঢ়া ঘোটকে শনি ভৌময়োঃ।
গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।।’
অর্থাৎ, সপ্তমী যদি রবিবার বা সোমবার হয়, তাহলে দুর্গার আগমন হবে গজে বা হাতিতে। একই ভাবে, দশমীও রবি বা সোমে পড়লে দুর্গার গমন হবে গজে।
শনি বা মঙ্গলবার সপ্তমী পড়লে দেবীর আগমন হবে ঘোটকে বা ঘোড়ায়। দশমীও শনি বা মঙ্গলে পড়লে গমনও হবে ঘোটকে।
বৃহস্পতি বা শুক্রবারে সপ্তমী পড়লে দেবী দোলায় আসবেন। আর, দশমী পড়লে দেবী দোলায় যাবেন।
বুধবার সপ্তমী পড়লে দেবীর নৌকায় আগমন এবং দশমী পড়লে নৌকায় গমন।
(তবে ট্রাকে যাতায়াত হতেই পারে সপ্তাহে যে কোনও বারে।)
(www.theoffnews.com Durga puja)
Post A Comment:
0 comments so far,add yours