সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ: কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ বাণিজ্যিক সভা। বুধবারের এই সভার আয়োজন করে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। আয়োজক বণিকসভার সর্বভারতীয় সভাপতি সঞ্জীব পুরীর সঙ্গে সংশ্লিষ্ট সদস্য সদস্যাদের সরাসরি সংযোগ স্থাপনের উদ্দেশ্যেই এই উদ্যোগ। সারা দেশের সঙ্গে বিদেশেও বিশেষতর শিল্পপতি হিসেবে সঞ্জীব পুরীর পরিচয় অবিসংবাদিত। একাধারে তিনি আইটিসি কোম্পানির চেয়ারম্যানও। আলোচনাচক্রে প্রধান বক্তা হিসেবে সঞ্জীব পুরী বলেন, "ভারত বর্তমান বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে এক উজ্জ্বল আগুয়ান অধ্যায়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর যৌথ সমন্বয়ে দেশের আভ্যন্তরীণ পুঁজি বিনিয়োগেও বিপ্লব ঘটেছে। আর সিআইআই এহেন অগ্রগতির অনুঘটকের কাজ করে চলেছে নিরন্তর পর্যায়ে। আজকে ভারতের শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের এক অন্যতম মাইলফলক হলো আমাদের বণিকসভা সিআইআই।" বক্তব্য রাখতে গিয়ে সিআইআইয়ের সর্বভারতীয় সভাপতি আরও মন্তব্য করেন, "দেশের সার্বিক উন্নতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিআইআইও এগিয়ে চলেছে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে। এটা একটা ক্রমবর্ধমান নিরলস প্রক্রিয়া। আমরা শুধু পুঁজি নিবেশকে উৎসাহিত করি না। এমনকি বিনিয়োগকারীদের হিত কামনায় স্রেফ নিজেদের নিয়োজিত করি না। দেশের মেধাকেও উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ ঘটিয়ে দেশীয় বাণিজীকরণকেও উন্নততর করার চেষ্টায় মনোনিবেশ করেছি। শ্রমকেও যথাযথ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সিআইআই অঙ্গীকারবদ্ধ।" সঞ্জীব পুরীর বক্তব্যের শেষে শুরু হয় প্রশ্নত্তোর পর্ব। সিআইআইয়ের সদস্য সদস্যাদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বিনিয়োগ করাটাই উন্নতির একমাত্র শর্ত হতে পারে না। দক্ষ পরিচালন ব্যবস্থার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা, সুদূরপ্রসারী সদর্থক ব্যবসায়ীক দৃষ্টিভঙ্গি এবং কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকের সুষ্ঠু মেলবন্ধনেই একটা বাণিজ্যে সাফল্য তরান্বিত হয়। সিআইআই বর্তমান বণিক দুনিয়ায় পুঁজিনিবেশের হার বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের উর্ধ্বমুখী প্রসার ঘটাতেও বেশি মনোনিবেশ করেছে। কারণ সিআইআই বিশ্বাস করে, উন্নত সমাজে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের সার্বিক রসায়ণই হলো আধুনিক বাণিজ্যের এক উল্লেখযোগ্য জ্বালানি।" (www.theoffnews.com - CII Sanjiv Puri Hyatt Regency)
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours