সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ: কথায় আছে বুধে পা। সেই বুধেই পা রাখতে হলো মহানগরের দি পার্ক হোটেলে। সেখানে যে আন্তঃদেশীয় বানিজ্যিক পদ্ধতি সরলীকরণ সম্পর্কিত সভার আয়োজন করেছিল ফিকি। সহযোগী উদ্যোগী ছিল দি ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স। আলোচনার শিরোনাম ছিল "ওয়ার্কশপ অন এটিএ কার্নেট এন্ড ইউএন টিআইআর সিস্টেম"। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে আসে এটিএ কার্নেট আবার কি? অন্যদিকে ইউএন টিআইআর সিস্টেম বলতেই বা কি বোঝায়? তবে অচিরেই সবকিছুই জলবৎ তরলং হয়ে গেল আলোচনাচক্রে অংশগ্রহণকারী বক্তাদের নাতিদীর্ঘ মতামতে। ফিকির ডিরেক্টর এস বিজয়লক্ষ্মী স্লাইড শো সহযোগে জানান, এটিএ কার্নেট হলো ফ্রেঞ্চ ও ইংরেজি শব্দের মিশ্রিত কথন 'অ্যাডমিশন টেম্পোরেয়ার/টেম্পোরারি অ্যাডমিশন'। ভারতের আভ্যন্তরিন এই এটিএ কার্নেটের ব্যবস্থার যাবতীয় তদারকি কাজ করে থাকে একমাত্র ফিকি। এটাকে মার্চেন্ডাইস পাসপোর্টও বলা হয়। এর ওয়েবসাইট হলো, www.atacarnet.in আর ইমেইল আইডি হলো, atacarnet@ficci.com । এটি এমন একটি আন্তর্জাতিক শুল্ক নথি যার সাহায্যে অস্থায়ী ভাবে বহির্বিশ্বের সঙ্গে রফতানি করা সম্ভব কোনও রকমের কর প্রদান ছাড়াই। যাঁরা বিদেশে বাণিজ্যিক প্রদর্শনী আয়োজন করেন এবং টেলিভিশন হাউস ও সিনেমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এর সরাসরি উপকার গ্রহণ করতে পারেন। এমনকি ম্যানুফেকচারেরাও এর ফায়দা তুলতে পারবেন ট্রান্সপোর্টের ক্ষেত্রে। জুয়েলারি ও চর্মজাত পন্যও এর পরিষেবার আওতায় অন্তর্ভুক্ত। এটিএ কার্নেটের সহযোগে মূল পুঁজির লগ্নি হ্রাস পাবে। এছাড়া পেপার ওয়ার্কেও অনেক সরলীকরণ ঘটবে স্বল্প সময়ের মধ্যে। এই পরিষেবার মেয়াদ হলো এক বছরের। সারা পৃথিবীর ৭৫টি দেশের সঙ্গে এখনও পর্যন্ত এটিএ কার্নেট পরিষেবা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আপাতত এই পরিষেবার শুল্ক বন্দর ভারতের মধ্যে স্থাপন করা সম্ভব হয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, কোচিন, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ব্যাঙালুরু, নয়ডা, জয়পুর ও গোয়ায়। তিনি আরও জানান, এই এটিএ কার্নেটের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন পেশাদারী যন্ত্রাংশও আমাদের দেশে আমদানি করা সম্ভব ফিকির সহযোগিতায়। ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্সের কলকাতা চ্যাপ্টারের পূর্বতন সভাপতি সোইব আহমেদ ফইসাল তাঁর বক্তব্যের মধ্যে ইউএন টিআইআর কার্নেট প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। কথাপ্রসঙ্গে তিনি ব্যক্ত করেছেন, টিআইআর কার্নেটের পূর্ণাঙ্গ ইংরেজি হলো 'ট্রান্সপোর্টস ইন্টার্ন্যাশানাক্স রয়টার্স' বা সহজ অর্থে ইন্টার্ন্যাশানাল রোড ট্রান্সপোর্ট। এটি একটি বিশেষ পরিষেবা যার মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের বৈশ্বিক মাল্টিমডাল সীমান্ত পারাপার জনিত শুল্ক সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। এই সিস্টেমের মধ্যে শুল্ক কর সরলীকরণ বাস্তবায়িত হয়েছে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আন্তঃদেশীয় সীমান্তের জটিল বিধিগুলোও লঘু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের শুল্ক ও কর মন্ত্রকের তরফে ফিকি এই পরিষেবার গ্যারেন্টারের ভূমিকা পালন করে চলেছে। তিনি এও জানান, এই পরিষেবার ওয়েবসাইট হলো www.atacarnet.in/tir/tir.html এবং ইমেইল আইডি হলো tircarnet@ficci.com । এর মাধ্যমে আমদানী ও রপ্তানীর ক্ষেত্রে পন্য সরবরাহের ব্যাপক পরিমাণের ঝক্কি লাঘব করা সম্ভব হয়েছে। শুল্ক বিভাগের গুরুগম্ভীর বিধিতেও আমূল সহজীকরণ ঘটেছে। কার্গোর প্রসঙ্গেও আন্তর্জাতিক স্তরে উত্তরাংশ ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ভারতের পরিবহণ ব্যবস্থায় এক উল্লেখযোগ্য করিডোর স্থাপন হয়েছে বলে সোইব আহমেদ ফইসাল মন্তব্য করেন। (www.theoffnews.com - FICCI ATA Cornet UN TIR Cornet)
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours