সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

পৃথিবীতে বৈচিত্রময় অনেক কিছুই আছে, যা দেখে বা শুনে অবাক হতে হয়। তেমনই এক বিস্ময় জাগানিয়া ঘটনা হলো, পাথরের হেঁটে বেড়ানো। এই পাথর এদিক-সেদিক ঘুরে বেড়ায়, আবার পাথর থেকে পাথরের জন্মও হয়।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন পাথরের সন্ধান রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি উপত্যকার জনমানবহীন প্লেয়া অংশের এক জায়গায় রহস্যময় পাথরগুলো স্থান পরিবর্তন করে চলে হামেশাই।  

ধারণা করা হয়, পাথরগুলো প্রতি দুই-তিন বছর পরপর অগ্রসর হয়। বছরের পর বছর এটিকে রহস্য হিসেবে ধরা হতো। তবে কয়েক বছর আগে এই রহস্যের সমাধান করেছেন গবেষকেরা।

গবেষকেরা জানান, প্রবল বাতাস এবং নিচে জমে থাকা বরফের কারণেই এই পাথর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এমনকি কখনও কখনও শত পাউন্ড ওজনের পাথরও সরে যায়।

(www.theoffnews. com Bangladesh rock mobile)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours