সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
চীনের একটি শপিংমলের সিঁড়ির নিচে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টানা ছয় মাস থেকেছেন এক ব্যক্তি। শুধু থেকেছেন বললে ভুল বলা হবে, সেখানে তাঁবু বানান এবং সেই তাঁবুর ভেতরে ছিল একটি কম্পিউটার ও চেয়ার। রীতিমতো বানিয়ে ফেলেছিলেন একটা আস্ত আস্তানা। তবে শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছেন পুলিশের কাছে।
প্রতিদিন মোবাইল ও কম্পিউটার চার্জ দিতেন ওই ব্যক্তি। এরপরও তাকে শনাক্ত করা যায়নি। তবে কয়েক মাস আগে এক নিরাপত্তাকর্মী তাকে ধরে ফেলেন। পরে তিনি বলেন, নিরিবিলি পড়াশোনা করার জন্য এখানে আশ্রয় নিয়েছেন।
এই কথা বলার পর ওই নিরাপত্তাকর্মী তাকে সেখানে থাকতে দেন। তবে গত ৩০ অক্টোবর এই তথ্য জেনে যায় শপিংমল কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঠিক কি কারণে ওই সিঁড়ির নিচে ছিলেন, তা জানাননি ওই ব্যক্তি। তবে চীনে এভাবে সিঁড়ির নিচে সংসার করা স্বাভাবিক ঘটনা। আর দক্ষিণ কোরিয়ায় তো বাড়ির সিঁড়ির নিচে থাকা একটি প্রথাই হয়ে গেছে।
(www.theoffnews.com - Bangladesh China shopping mall)
Post A Comment:
0 comments so far,add yours