সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
মাছটি অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর জাদুঘরে আনা হয়েছিল ১৯৩৮ সালে। ৪ ফুট লম্বা মাছটির নাম দেওয়া হয়েছে মেথুসেলাহ। ওজনে মাছটি ১৮ কেজির বেশি। মাছটি ফুসফুস ও ফুলকো দুটিই রয়েছে, তাই এটি লাংফিশ নামেও পরিচিত।
২০১৭ সাল পর্যন্ত সবচেয়ে বেশি বয়সের মাছটি ছিল ৯৫ বছরের। সেটি মারা যাওয়ায় মেথুসেলাহ সবচেয়ে বয়সী মাছের জায়গাটি দখল করে।
মেথুসেলাহ ব্লুবেরি, আঙুর, মাছ, চিংড়ি ও কেঁচো খায়। বেশি বয়স ও প্রজাতিটি বিলুপ্তির হুমকিতে থাকায় বেশ যত্ন সহকারে রাখা হয় মাছটিকে। জীববিজ্ঞানী অ্যালান জান বলেন, সাধ্য অনুসারে আমরা মেথুসেলাহর যত্ন নিয়ে থাকি যাতে মাছটি সতেজ থাকে।
(www.theoffnews.com - Bangladesh Methuselah aquarium fish)
Post A Comment:
0 comments so far,add yours