সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

নতুন প্রযুক্তির এ যন্ত্রটি আবিষ্কার করেছে ইজরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণায় নেতৃত্বে ছিলেন অধ্যাপক হানেইন এবং তার সহযোগী অধ্যাপক দিনো লভি। এখন পর্যন্ত ৭৩ শতাংশ মিথ্যা শনাক্ত করতে সক্ষম হয়েছে যন্ত্রটি। তবে গবেষকরা এটির আরও উন্নতির জন্য কাজ করছে।

মানুষের মুখের বা পাশে ইলেকট্রোড লাগিয়ে তাকে চোখ বন্ধ করা, চোখ খোলা, কয়েকবার চোখের পলক ফেলে পরে হাসতে বলা হয়। এরপর তাকে রিল্যাক্স করতে বলা হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যন্ত্রটি মানুষ মিথ্যা বললে তা সনাক্ত করতে পারে।

অধ্যাপক হানেইন বলেন, মিথ্যা বলার সময় নিজের অজান্তেই মানুষের মুখের কিছু নড়াচড়া হয়। মানব চোখে এ নড়াচড়া না বোঝা গেলেও এ যন্ত্রটির মাধ্যমে সহজেই কে মিথ্যা কথা বলছে তা বোঝা যায়।

(www.theoffnews.com - Bangladesh Israel truth detecror machine)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours