ইরানী বিশ্বাস, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও পরিচালক, বাংলাদেশ:

মানুষ নিজেকে আধুনিক জীবনে অভ্যস্থ করতে ব্যস্ত। ফ্রিজ, এসি ছাড়া জীবন কল্পনা করতে পারছে না। এছাড়াও আছে উন্নত প্রযুক্তির ব্যবহার ও আবিস্কার। আধুনিক জীবন গড়তে গিয়ে মানুষ নিজেদের জীবনকে সংকটময় করে তুলছে। পৃথিবী তার স্বাভাবিক নিয়ম হারাচ্ছে। প্রকৃতি নিজস্ব রূপ হারাচ্ছে। উন্নত অনেক দেশের কথা বাদ দিলাম। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। অথচ কয়েক বছর ধরে ঋতু পালাবদল হচ্ছে না। শীতের দিনে শীত নেই, ‍বৃষ্টির সময় নেই বৃষ্টি। বসন্তে এখন আর শীতল পরশ নেই। এই সবকিছুই আমাদের বার বার সতর্ক করেছিল। আমরা বুঝতে পারিনি। আমরা মানুষ প্রকৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছি বারবার।

অপরাজেয় হিসেবে প্রমান করতে চেষ্টা করেছি সবসময়। কিন্তু প্রকৃতি শ্বাশ্বত। সে কাউকে ক্ষমা করে না। আজকে বিশ্বজুড়ে মহামারি তান্ডব চলছে। কিসে তার বিনাশ এখনো ঠিক করতে পারেনি সভ্য মানুষ। করোনার একমাত্র ওষুধ অক্সিজেন। একটি নিঃশ্বাস টেনে নিতে অক্সিজেনের জন্য হাহাকার ঘরে ঘরে। অথচ প্রকৃতির দান অক্সিজেন আমরা প্রতিনিয়ত নষ্ট করছি। আমরা নিজেদের নিঃশ্বাসে নিজেরাই কার্বন দিচ্ছি প্রতিনিয়ত। চারপাশে এত মানুষের মরণ যন্ত্রণা আমাকে কেবলই বিবেক যন্ত্রনা দিচ্ছে। মনে হচ্ছে আমরা সভ্যতার নামে প্রকৃতির সাথে রূঢ় আচরণ করেছি। প্রকৃতি তারই প্রতিশোধ নিচ্ছে। আসুন প্রিয়জনের নিঃশ্বাসের প্রতিদানে প্রকৃতিকে সবুজে ভরিয়ে দিই।

(www.theoffnews.com - Bangladesh breath)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours