সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

নববর্ষ উপলক্ষ্যে পুরুলিয়ায় একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে প্রতিবন্ধী কিশোর কিশোরীদের উপস্থিতিতে। শ'খানেক বিভিন্ন ফলের চারা লাগানো হয় এই অনুষ্ঠানে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার কাঁটাডি সংলগ্ন সাঁওতালডিহি গ্রাম লাগোয়া এলাকায় এদিন সকালে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নববর্ষের সকালের এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে কলকাতার ভয়েস অফ ওয়ার্ল্ড, বেলঘরিয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটি ও স্থানীয় কোড়র‌্যা আশ্রম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অভিষেক ঘটক, অভিমন্যু দত্ত, গার্গী গুপ্ত, খগেন গোস্বামী প্রমূখ। আয়োজকদের তরফে গার্গীদেবী বলেন, "আমরা এই এলাকায় প্রতিবন্ধী বাচ্চাদের জন্য আবাসিক স্বনির্ভর প্রশিক্ষণ বিদ্যালয় স্থাপনের কাজ শুরু করেছি। দুস্থদের জন্য আমরা বিনামূল্যে এই আবাসিক পরিষেবা চালু করবো। সেই উপলক্ষ্যে আমরা আজ প্রতিবন্ধী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি।"

(www.theoffnews.com - Purulia tree plantation)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours