সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
বিয়ে নিয়ে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে যারা দিল্লি কা লাড্ডু খাবেন না তারা সত্যিই পস্তাবেন। এ গবেষণায় বলা হয়েছে যারা বিয়ে করেছেন তাদের ক্যান্সারে আক্রান্তের হার কম।
অবিবাহিতরা বিবাহিতদের চেয়ে শতকরা ৩৫ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হন। প্রায় ৪০ বছরের ডাটা বিশ্লেষণ করে এ তথ্য উপস্থাপন করা হয়। ৪০ বছরের বেশি বয়সী প্রায় সাড়ে চার লাখ নরওয়ে নর-নারীর ওপর গবেষণা করে এ তথ্য প্রকাশ করেন গবেষকরা। এতে দেখা গেছে ১৯৭০-৭৪ সালে অবিবাহিত পুরুষরা বিবাহিতদের চেয়ে ১৮ ভাগ ও মেয়েরা ১৭ ভাগ বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০০৫-০৭ সালে এসে এ পরিসংখ্যান দাঁড়ায় ৩৫ ভাগ ও ২২ ভাগে। ‘বিএমসি পাবলিক হেলথ’ জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। বিবাহিতদের ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার হার অবিবাহিতদের চেয়ে বেশি। এ জন্য সঙ্গীর সেবা-যত্ম, সাহস, ভালোবাসা কাজ করে বলে জানিয়েছেন গবেষকরা।
(www.theoffnews.com - Bangladesh marriage cancer)
Post A Comment:
0 comments so far,add yours