সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
চালকবিহীন ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতির পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক। এটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে ও দূরত্বে যেতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান টিটরা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সম্পৃক্ততা হ্রাস করা।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই হেলিকপ্টার ১৬০ কেজি ওজন বহনে সক্ষম। আর এটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।
(www.theoffnews.com - Bangladesh Turkey helicopter)
Post A Comment:
0 comments so far,add yours