দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

জিঙ্গল বেলস, জিঙ্গলস বেলস, জিঙ্গল অল দ্যা ওয়ে... এবার যেন একটু লঘু সুরেই বাজলো। কোভিডের প্রকোপে বিক্রি বাটা কম। যা বিক্রি হয়েছে, তা আজকেই, বলে জানালেন রামপুরহাট শহরের পাঁচ মাথা মোড়ে কাবা ভ্যারাইটিজের মালিক কাবা সেখ। 

কাবা সেখ বলেন, অন্যবার কেক অনেক বেশি বিক্রি হয়। এবার কোবিড সংক্রমণের ফলে বিক্রি অনেকটাই কম। 

মাথায় সান্তার টুপি পরে, বিভিন্ন ধরনের কেক বিক্রি করে চলেছেন। অনেক ধরণের কেক আছে। তবে ফ্রুট কেক বেশি। ৫০ টাকা থেকে ৩০০ টাকার কেক। তিনি জানান, এবার ১৫০ টাকা দামের নলেন গুড়ের কেক ভালো বিক্রি হচ্ছে। নলেন গুড়ের সন্দেশ থেকে নলেন গুড়ের কেক -- সবটাতেই মন ছুক ছুক করে বাঙালির। 

উৎসব প্রিয় বাঙালি ইষ্ট দেখে না, দেখে উৎসবের বাহানা খোঁজে। খোঁজে জম্পেশ খাওয়া, আর জমিয়ে আড্ডা। কেউ ফটাফট ছবি তুলে স্ট্যাটাস দিয়ে চমক দেয় সোশ্যাল মিডিয়ায়।

(www.theoffnews.com - Xmas Merry Christmas covic cake)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours