ফারজানা কবীর, লেখিকা, বাংলাদেশ:

আজকের এই দিন বাঙালির লজ্জা! 

বাংলার গর্ব শেখ মুজিবের শোকে, 

'বত্রিশ নম্বর' আজও কেঁদে ওঠে, 

আজও প্রতিধ্বনিত হয় এক দুর্ধর্ষ দেশপ্রেমিকের অতর্কিত আর্তনাদ! 

মেঝেতে- দেয়ালে লেগে থাকা লোহিত কনিকা যেন বাংলার মানুষের জন্য তাঁর ভালোবাসার স্বাক্ষর! 

হ্যাঁ, নিহত হয়েছিলেন তিনি, তাঁর নিঃশ্বাসের সাথে যেন স্তব্ধ হলো  বাংলার জবান! 

বাংলাদেশের হৃদয় খুবলে নেয়া হলো, যেখান থেকে এখনো কষ্টের শোনিত ধারা রক্তাক্ত করে গোটা মানচিত্রকে। 

বিশ্বাসঘাতকের বুলেটে ঝাঁঝড়া হয়ে যাওয়া সেই বুক, যার অপর নাম বাংলাদেশ!শুন্য হলো চিরদিনের জন্য দেশ মাতৃকার কোল, যেখানে আলো হয়ে বিচ্ছুরিত হতেন তিনি,জ্বালাতেন প্রেরনা প্রদীপ। 

তাঁর বলিষ্ঠ কন্ঠ আর উদ্দীপ্ত শব্দের মন্ত্রে জেগে উঠতো গোটা দেশ, পিছুপা হতে পারেনি জাতি, ভালোবাসার যাদুবলে সমগ্র জাতিকে করেছিলেন মুগ্ধ, তৈরী করেছিলেন সাহসী যোদ্ধা, যারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা!

সেই জাতির জনক কিনা স্বপরিবারে বলি  হলেন বাংলারই নরপিশাচদের হাতে, একদা যারা ছিল তাঁর স্নেহাস্পদ!

কপাল পোড়া বাংলা! 

অভাগী মায়ের মতো আজও কেঁদে ফেরে। 

সতেরোই মার্চ!  জেগে ওঠে গোটা দেশ, তাঁর জন্মের শুভ ক্ষনে। 

সারা বছরের দেশপ্রেম যেন সঞ্চিত হয় তাঁর স্মরনে। 

এভাবেই এলো আজ সেই মহা তিথি,

শত বছর পদার্পণে আরো একবার রেসকোর্সের সেই ভাষনের বারি ধারায় রক্তে বপন করি দেশপ্রেমের বীজ, বঙ্গবন্ধুতে বিলীন হই।

তাঁরই পথে দেশপ্রেমের

দীক্ষায় দীক্ষিত করি নিজেদের।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours