সুস্মিতা সেনগুপ্ত, লেখিকা ও শিক্ষিকা, বারাসাত, কলকাতা:

যারা উন্নত চিকিৎসা পাবার জন্য তামিলনাড়ুর ভেলোরে যান, তাদের জন্য আমার কিছু টিপস্। যারা প্রথম যাবেন বলে ঠিক করেছেন, তারা যে রোগের চিকিৎসা করাবেন, তারা আগে থেকে অনলাইনে আপনার রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বুক করে নিন। তারপর ভেলোরে যান। তাহলে অহেতুক বেশিদিন ওখানে থেকে খরচ বাড়বে না। যেদিন ডাক্তার বুক থাকবে, তার আগের দিন পৌঁছে যান। হাসপাতালের কাছাকাছি কোনো লজ ভাড়া নিন। যাতে আপনি হেঁটেই হাসপাতালে যেতে পারেন। কোনো দালালের খপ্পর থেকে সাবধান থাকবেন। আপনি খরচ কমাতে চাইলে নিজে বাজার করে লজেই রান্না করে খেতে পারেন। ওখানকার অনেক লজেই এই ব্যবস্থা আছে। আধার, ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা পাসপোর্ট, ভিসা সঙ্গে রাখবেন।
একবার হাসপাতালে ঢুকলে আপনি কারো সাহায্য ছাড়াই চিকিৎসা করাতে পারবেন। প্রতিটি বিভাগ কোথায়? আপনি কোথায় টাকা জমা করবেন সব কিছু লেখা আছে। এ ছাড়াও Help desk আছে। আপনি সেখানে প্রশ্ন করলেই আপনাকে সাহায্য করবে। Katpadi স্টেশন থেকে অটো করে ২০ মিনিটের রাস্তা। বলবেন বাবু রাও স্ট্রিট যাবেন। অটো আপনাকে ওখানে নিয়ে যাবে। ওখানে থাকার সুবিধা হলো , হাসপাতাল ২ মিনিটের রাস্তা। আপনার লজের নিচেই বাজার। আপনার মনে হবে আপনি পশ্চিমবঙ্গের কোনো বাজারে এসেছেন। সব কিছু পাবেন।

(ছবি সৌজন্যেঃ প্রতিবেদক) 

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours