দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

বাঙালীকে মাছে ভাতে রাখার উদ্যোগ নিল রাজ্য সরকারের মৎস দপ্তর। রামপুরহাটের বারমেসিয়ায় সেনেরবাঁধ জলাশয়ে মাছ চাষের সূচনা করলেন মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন রাজ্যের বিভাগীয় মুখ্য সচিব অর্ণব রায়।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, বীরভূম জেলায় মোট ৫টি সহ বর্ধমান জেলার আরও একটি জলাশয়ের উদ্বোধন করা হলো। বীরভূমে সেনের বাঁধ, পারকান্দী, লম্বোদরপুর, বল্লভপুরের জলাশয়ে এই মাছ চাষের সূচনা হলো। এতদিন সরকারী নিবন্ধিত এই জলাশয়ে মাছ চাষ ভালো হত না। এবার থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় মৎসজীবীদের সাথে নিয়ে এই মাছ উৎপাদন হবে। বছর খানেকের মধ্যে এলাকার মানুষ তার সুফল পাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জলাশয় গুলিতে ফিসারি ডেভলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে মাছ চাষ শুরু হল। এর ফলে বাজারে চাহিদামত মাছের আমদানি বাড়বে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours