সাজিয়া আক্তার, ফিচার রাইটার, বাংলাদেশ:

৩০ বছর ধরে তিনি এই চর্চা করে সেলফ আইসোলেশনে থাকার ব্যাপারে দক্ষ হয়ে উঠেছেন।
  
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি গত ৩০ বছর ধরে নিজেকে বিভিন্ন সময়ে আইসোলেশনে রেখেছি, আমি এই কাজ বেশ ভালো পারি। ‘আমি মনে করি বিষয়টি প্রোডাকটিভ, ভাবার সময় পাওয়া যায়, সৃষ্টিশীল হওয়া যায়, গান লেখা যায়, স্ক্রিপ্ট লেখা যায় এবং পরবর্তী প্রোডাকশনের কাজগুলো করা যায়।’
আগামিতে রাসেল ক্রোকে দেখা যাবে ‘আনহিংড’ সিনেমায়। এই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো সিনেমাটি ড্রাইভিং এবং গাড়ি দুর্ঘটনা কেন্দ্রিক। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি, যার কোনো মানবিকতা নেই। চুলের স্টাইল বদলেছি, দাড়ি রঙ করেছি, আরও অনেক কিছু বদলেছি।’

সিনেমা হল খুললে ‘আনহিংড’ মুক্তি পাওয়ার কথা ৩১ জুলাই। তবে রাসেল ক্রো মনে করেন, এটা তার জন্য বড় পরীক্ষা। কারণ, দর্শক আবারও হলে ফিরবে কিনা সেটা এখনও অনিশ্চিত।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours