দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

রামপুরহাট ও নলহাটিতে  কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লো।
জানা গেছে, রামপুরহাট শিবতলাপাড়ার পর রামরামপুরে করোনা আক্রান্তের ঘটনায় এই মহকুমায় আরও একটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লো। 
অন্যদিকে, নলহাটির ৪ এবং ৬ নং ওয়ার্ডে করোনা আক্রান্তের ঘটনায় আরও একটি কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লো। জানা গেছে, নলহাটি পুরসভার ৪ নং ওয়ার্ডের পাথরকল পাড়ায় ভগবান গোলার এক বাসিন্দা নিজের সদ্যজাত সন্তানকে দেখতে এসে অসুস্থ বোধ করেন। সন্দেহের বশে রামপুরহাট হাসপাতালে সোয়াব টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রামপুরহাট১ বিডিও দীপান্বিতা বর্মণ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আক্রান্ত এলাকাকে কনটেইনমেন্ট জোন করা হয়েছে। নলহাটি-১ বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই বলেন, নলহাটি পুরসভার ৪ এবং ৬ নং ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, নলহাটি ২ বিডিও হুমায়ুন চৌধুরী জানান, লোহাপুরে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর লোহাপুর বাজার সিল করা হয়েছে। পাশাপাশি, ওই বাজারকে এম আর এম হাইস্কুল মাঠে স্থানান্তরিত করা হয়েছে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours