ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
শুধু মাত্র পরিবারের কন্যা মহারানী বিষেন কুমারীর কৃতিত্বের কারনে উখরার হান্ডা পরিবার গর্বিত নন। এই জমিদার পরিবারের প্রজা বাৎসল্য, জনহিতকর কাজ এবং স্বাধীনতা যুদ্ধে অবদান ইতিহাস মনে রেখেছে।
মহারানী বিষেন কুমারীর পিতা মেহের চাঁদ হান্ডা এবং ভাইয়ের নাম বক্তার সিং হান্ডা। তাঁর নামানুসারে বক্তার নগর গ্রাম। তিনি প্রজাদের অত্যন্ত প্রিয় ছিলেন। প্রজাদের সুখ-দুঃখের প্রতি নজর দিতেন।
বক্তার সিং হান্ডার পৌত্র জহরীলালের পুত্র কুঞ্জবিহারীর নামে উখরার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কুঞ্জবিহারী ইনষ্টিটিউশন। স্কুলটি স্হাপন করেন কুঞ্জবিহারীর পুত্র পুলিন বিহারী ও গোষ্ঠবিহারী। গোষ্ঠবিহারীর তৃতীয় পুত্র নলিন বিহারী লালা সিং হান্ডা। তিনি বহু প্রতিভার অধিকারী ছিলেন। তিনি উখরার কুঞ্জবিহারী ইনষ্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করার পর কোলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হ'ন। থাকতেন উখরা এস্টেটের সুকিয়া স্ট্রিটে( বর্তমানে ২৯নং কৈলাশ বসু স্ট্রিট)। এখানে তাঁর অনেক জ্ঞানী গুণী মানুষের সাথে আলাপ সান্নিধ্য লাভের সুযোগ ঘটেছিল। এঁদের মধ্যে উল্লেখযোগ্য কবি কাজী নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের পুত্র চিরঞ্জিত দাশ, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী, শ্রীমৎ ভাষ্করানন্দ সরস্বতী প্রমুখ। (চলবে)
Post A Comment:
0 comments so far,add yours