মোনালিসা মুখোপাধ্যায়, ফিচার রাইটার, হুগলি:

দীর্ঘ লকডাউন আজ খুলল মদের দোকান। স্বভাবতই ভীড়। তাই দেখে কিছু বাবুদের কি রাগ। সারাদিন বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে ভরিয়ে দিলেন ফেসবুক। তাদের একচ্ছত্র আধিপত্য থাকবে ওই সুরাপাত্রতে।
আজ গরীব মানুষের মদের লাইনে দেখে সবথেকে যারা  বেশী সমালোচনা  করছেন  বলছেন তাদের রেশন না দেয়া হোক তাদের বলছি ও বাবুরা তোমরা তো ৫০০ টাকার মদ ২০০০ টাকায় ব্ল্যাকে কিনে বা,স্টক করে দামী সোফায় বসে উড়িয়ে দিচ্ছ রোজ তখন?
বিরিয়ানি খাচ্ছ তখন মাংস খাচ্ছো তখন অনেকের পাতে ভাত নেই। কজন কে খাইয়েছ তোমরা?
কেন হে ওই বিলাসিতা কি শুধু তোমাদের পৈতৃক সম্পত্তি?দামী শাড়ি লিপস্টিক লজ্জা করেনা?নিত্য খাবারের নিত্য নতুন রেসিপি ট্রাই করছেন প্লেট সাজিয়ে খাচ্ছেন তাতে দোষ নেই বলছেন তারা।
এতদিন তারা  তোমাদের পয়সায় খেয়েছে বাবুরা? সিগারেটও ব্ল্যাকে কিনে সুখটান মারছ লজ্জা করেনা তখন?
গরীব তো তাই যা খুশী বলে দেওয়া যায় তাই না? দোকান খুলল বলেই তো সবাই গেছে তার বেলা?
ফুর্তি তো তোমাদের কমেনি বেহায়ার দল। তোমরা ওদের পাওনা দেশী মদ ৮০ টাকার বোতলও কিনছ ৫০০ তে  তো কোন সাহসে ওদের সমালোচনা করছ?
মদের দোকান খোলা ভুল কি ঠিক হল সে বিচার পরে তার আগে বলব আগে দেখো তোমরা কত হিংস্র। ওরা উইথড্রয়াল সিনড্রোমে ভুগছে যখন তোমরা পেগের পর পেগ ওড়াচ্ছ পয়সার জোরে।
জীবনে ভালো কাজ কি করেছ তোমরা?  যারা সমালোচনা করে মনে তো হয়  না তারা একবেলা পেটের ভাত কোন মানুষকে বা রাস্তার কোন পশুকে তিনটাকার এক প্যাকেট পার্লে জি খাইয়েছে।
একটা কাজ আমি ভালো সবাই খারাপ।  তাই আমি বেহায়ার  বলতে পারি ওদের রেশন বন্ধ হোক।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours