ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
শুধু শ্যামরূপা গড় নয়। অজয় নদের দুই তীরে ছড়িয়ে আছে নানা কিংবদন্তী। অজয়ের উত্তর তীরে বীরভূম দক্ষিণে দুই বর্ধমান। যদিও বহুপুর্বে দামোদরের সীমানা পর্যন্ত রাঢ় বঙ্গের কিছু অংশ মূলতঃ গোপভূম এলাকা বীরভূম জেলার অন্তর্গত ছিল।
শ্যামরূপার মন্দির কিঃমিঃ উত্তরে কে৺ন্দুবিল্ল(কে৺দুলী) গ্রাম। বৈষ্ণব কবি জয়দেবের জন্মস্থান ও তাঁর আরাধ্য দেবতা ' রাধামন্দি মন্দিরটি অনুপম স্থাপত্যেরনিদর্শন ।
কে৺ন্দুবিল্ব গ্রামের দু কিঃমিঃ পশ্চিমে অজয়ের তীরে ' বিল্বমঙ্গল বেলুটি' গ্রাম। এই গ্রামেই বাস করতেন অমর প্রেমিক কৃষ্ণ ভক্ত ' বিল্বমঙ্গল '। বিল্বমঙ্গল এই গ্রামের অধিবাসী হলেও।তাঁর জন্ম স্হান নিয়ে বিতর্ক আছে। তিনি প্রকৃত পক্ষে দক্ষিণ ভারতীয় ছিলেন। তাই সম্ভবতঃ তিনি বা তাঁর পুর্ব পুরুষ ভাগ্য অন্বেষণে এই রাজ্যে এসে ছিলেন।
এর পরের কাহিনী অনেকের জান ।স্বামী পরিত্যক্তা চিন্তামনির প্রেমে পড়ে যান তিনি। অনেকের অজানা, চিন্তামনির বাড়ী ছিল বর্তমান কাঁকসা থানার। (জেলাঃ- পশ্চিম বর্ধমান জামদহ গ্রামে)। (চলবে)
Post A Comment:
0 comments so far,add yours