রমা চক্রবর্তী, শিক্ষিকা, আবৃত্তিকার ও ফিচার রাইটার, দুর্গাপুর:

দেশভাগ শব্দটা অনেকেরই এখনও শিরদাঁড়ায় শিরায় শিরায় রক্তের দ্রুত স্রোত বয়ে যায় | আমাদের যে প্রজন্মরা স্বাধীন দেশে বাস করি তারা বুঝতেই পারি না, অনুভব করতে পারি না দেশভাগের নির্মম সত্যতা কী! রাজনৈতিক,সামাজিক,
ধার্মিক এগুলির প্রেক্ষাপটে দেশভাগ হয়েছিল | কিছু মানুষ যারা বিনিময় প্রথায় দেশ পরিবর্তন করেছিল তাদের কাছে দেশভাগের চিত্রটা অন্যরকম |  স্বজন হারানোর ব্যাথা তাদেরও ছিল| কিন্তু যারা নতুন করে দেশের মানচিত্র গঠন হওয়ার পর দেশ পরিবর্তন করেছিল তাদের শরীরে,মনে এখনও আগুনের দগদগে ক্ষত রয়ে গেছে |
আমাদের দুই প্রজন্মের আগের প্রজন্ম (দাদু-দিদিমা) তাদের কাছে শোনা সেই ইতিহাস আজও যেন আমাদের চেতনাকে নাড়িয়ে দেয় | প্রথমে দেশ ভাগ হল ১৯৪৭ এ পাকিস্তান ও হিন্দুস্থান(ভারত) | যারা এপার থেকে ওপারে গেল আবার ওপার থেকে এপারে এল তারা দেখলো তাদের জীবনে কী কী ঘটল | স্বামীর সামনে স্ত্রীর ধর্ষণ হল,বাবার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করল,আরও কত কী........
পথেই কত মারা গেল,স্বজন হারালো কত |
         যারা শেষ পর্যন্ত দেশে এসে পৗঁছল তারা Refuge( উদ্বাস্তু) নামে পরিচিত হল | যারা ওপারে স্বচ্ছলতায় দিন কাটাত তারা এখানে এসে অন্যের বাড়ীর  ফ্যানভাত খেয়ে জীবন কাটিয়েছে | তাদের কাছে Partiton(দেশভাগ),Refuge (উদ্বাস্তু)শব্দগুলো বিষের মত,কাঁটার মত বিঁধত | এরা তাও সরকারী খাতায় নাম ছিল বলে দেশের বিভিন্ন প্রান্তে জমি-জায়গা-খাদ্য কিছুটা হলেও  পেয়েছিল | বিভিন্ন কলোনী গড়ে উঠল,বস্তি তৈরী হল | 
        কিন্তু ১৯৭১ এ যখন বাংলাদেশ গঠন হল তখন ওপার বাংলার মানুষগুলো কাতারে কাতারে এসে সীমান্তবর্তী এলাকায় ঠাঁই পেল | তারা তাদের অদৃষ্টেই সবকিছু হারিয়ে ফেলল | তাদের অনেকেই হয়তো জানে না যে তারা কোন্ দেশের ভারত নাকি বাংলাদেশের যেমন- ছিটমহল| 
       দেশভাগ শুধু একটা শব্দ নয়, এটা একটা গোটা জীবন কাহিনী | সেই দেশভাগের ফলাফল আজও তারা বহন করে চলেছে |আর আমাদের মত কিছু মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখি কারন ওপার থেকে এসে তারা এপারের ভোগ দখল করছে বলে| আমরা মনে করে থাকি যে তারা ওপার থেকে এপারে এসে আমাদের অধিকারের ওপর থাবা বসিয়েছে-- তাই আমরা বাঙাল--ঘটী আলাদা করেছি | কিন্তু আমরা হৃদয় দিয়ে অনুভব করি না তাদের মনের গভীরের ক্ষতের কথা,তাদের স্বজন হারানোর ব্যাথা,সব হারানোর কথা |
      বলতে পারেন দেশভাগে তাদের কী দোষ ছিল?তারা কেন সর্বহারা হল?

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours