রমা চক্রবর্তী, শিক্ষিকা ও ফিচার রাইটার, দুর্গাপুর:

আজ যে "মাতৃদিবস "

" মাতৃদিবস" মানে মায়েদের জন্য একটা দিন|
সত্যি করে বলুন তো মায়েদের জন্য আলাদা কোনো দিন হয়?
আমার কাছে তো রোজই মাতৃদিবস,
' মা' একটা ছোট্ট শব্দ..........
নেহাতই ছোট্ট একটা শব্দ,
তাতে মিশে আছে কী অনাবিল শান্তি,
সারাদিনের সমস্ত ক্লান্তির অবসান|
ছোটোবেলা থেকেই দেখে আসছি,
মায়েরা মিথ্যে কথা বলে.........
মায়েরা কী সত্যিই মিথ্যে কথা বলে?
ছোটোবেলায় পূজোর জামা-কাপড় কিনতে যেতাম যখন,
বাবাকে আগে আমার জন্য কিনতে বলত,
আর নিজের জন্য বলত " ও আমার অনেক শাড়ি আছে,আমার লাগবে না"|
জুতোর দোকানে গিয়ে আমার পছন্দের জুতোটা বাবার হাতে তুলে দিত,
আর নিজের জন্য বলত "আরে! আগে আমার জুতোটা ছিড়ুঁক তারপর তো নেবো "|
মিষ্টির পাত্রের শেষ মিষ্টিটার দিকে তাকালে বলত " তুই খেয়ে নে না! আমার আছে"|
বাড়ীতে কেউ অতিথি এলে নিজের খাবারটা তাকে দিয় বলত "তুমি খাও আমার জন্য রান্নাঘরে রাখা আছে"|
আমার অসুখ করলে সারারাত জেগে থেকে পরের দিন সকালে উঠে বলত না "আমার ঘুম পেয়েছে,আমি সারারাত ঘুমাইনি"|
সত্যিই মায়েরা মিথ্যে কথা বলে...........
আমি যখন টিউশন থেকে ফিরতাম.....
দরজায় "মা" বলে ডাকার আগেই দরজা খুলে দাঁড়িয়ে থাকত|
যখন খুশি Phone করলেও বলে না যে--- "কাজ করছি, এই একটু ঘুমাচ্ছিলাম"
ইত্যাদি ইত্যাদি......
মায়েদের কাছে যেন অফুরন্ত সময়.........
ওদের কাছে আমাদের জন্য সময় ফুরোতেই চায় না,
ফোনে কথা বলা শেষ-ই হতে চায় না|
শরীর খারাপ হলে তবুও মিথ্যে কথা বলত "না রে! আমার কিছু হয়নি "|
মায়েদের যেন কিছু হতে নেই,সখ নেই, সাধ নেই,
যেদিন মায়ের বুকে Pesmaker বসানো হল,
সেদিন প্রথম অনুভব করলাম- সত্যিই মা এতদিন মিথ্যে বলেছে........
"না রে! আমার কিছু হয়নি|
সেদিন প্রথম অনুভব করলাম......
মায়ের জীবনের স্পন্দন বোধ হয় অনেকটা আগেই থামিয়ে দেওয়া হল|
সত্যিই কী মায়েরা মিথ্যে কথা বলে!?
নাকি অপার অপত্য স্নেহ-ই এ কথা বলে|

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours