রমা চক্রবর্তী, শিক্ষিকা, আবৃত্তিকার ও ফিচার রাইটার, দুর্গাপুর:

তোমরা সবাই শুনতে পারছো?
তোমরা শোনো সবাই। 
আমি বিষাক্ত ভাইরাস
আমি করোনা বলছি। 
গুরুত্ব না দিলে আমার বচন, অনিবার্য হবে তোমাদের মরণ। তাই সাবধান। আবার বলি সাবধান।
তোমরা কি সবাই শুনতে পারছো ?
আমার বয়স ৭ মাস
সূদুর চীন দেশে নভেম্বর,২০১৯ -এ আমার জন্ম(তর্কে-বিতর্কে)
আসলে আমি পৃথিবীকে খুব ভালোবাসি,
তাই পৃথিবীর এত কষ্ট সহ্য করতে পারছিলাম না| 
তোমরা কেন পৃথিবীকে এত কষ্ট দাও ?
পৃথিবী বার বার বলতে চেয়েছে তার কষ্টের কথা,
কখনও আগ্নেয়গিরির অগ্নুৎপাত......
কখনও মহাসাগরের বুকে বরফের পাহাড় গলে যাওয়া উষ্মায়নের জন্য........
কখনও গভীর-সুবিস্তৃত জঙ্গলে দাবানল........
আর দূষণের কথা তো ছেড়েই দিলাম,
হাঁস-ফাঁস করে বুকটা,
যন শ্বাসকষ্টে ফুসফুস টা ছোটো হয়ে আসছে |
কোথায় নেই দূষণ!
জল-স্থল-বাতাস-আকাশ,
পৃথিবীর বুক চিরে এত শব্দ 
তাই মাঝে মাঝে ভূমিকম্পে কেঁপে ওঠে বুকটা |
 কিন্তু এখন কি করবে তোমরা ভেবে দেখেছ ?
আমি তোমাদের সবাইকে Go-Status খেলার মত
এক জায়গায় দাঁড়  করিয়ে দিয়েছি। স্তব্ধ করে দিয়েছি জনজীবন
একেই বলে "স্যাঁকরার ঠুকঠাক কামারের এক ঘা"
কেউ বাইরে নয় ভেতর যাও,
যেমন Night Guard পাহারা দেয় |
এখন শুধু রাত-দিন জেগে পাহারা দিচ্ছে
ডাক্তার-নার্স-পুলিশ |
আমি তোমাদের শাস্তি দিতে আসিনি,
সাবধান করতে এসেছি |
এখনও সময় আছে নিজেদেরকে শুধরে নাও,
আমি চাইনা পৃথিবী কঙ্কালে ভরে যাক |
আমি তোমাদের কাছে হাতজোড় করছি.......
পৃথিবীকে ভালোভাবে বাঁচতে দাও
পৃথিবী বাঁচলে তোমরাও বাঁচবে,
দূষণ নেই বলে অনেক দূরের শব্দ শনতে পারছো,
দূষণ নেই বলে অনেক দূর থেকে কঞ্চনজঙ্ঘা দেখতে পারছো.......
এখনও বলছি সাবধান হও,
চা খাওয়ার নাম করে পাড়ার মোড়ে আড্ডা জমাচ্ছ.......
বাজার করার নাম করে ক্লাবে গিয়ে তাস খেলছ........
এসব গুলো বন্ধ করো
তা না হলে আমি পৃথিবীর বুকে চেপে বসে থাকব| 
আমি হয়তো একদিন চলে যাব...
সব কিছু ঠিক করে একদিন চলে যাব
কিন্তু চলে যাওয়ার আগে আমি দেখে যেতে চাই.......
তোমরা পৃথিবীকে ভালোবাসো
"ঝড় একদিন থেমে যাবে,পৃথিবী আবার শান্ত হবে"
আমরা আবার সুন্দর পৃথিবীকে ফিরে পাব প্রাণোচ্ছল পৃথিবী। আমরা তাই প্রতিটি মানুষ প্রহর গুনছি। বর্তমানের পটভূমিতে। আগামীকালের নিরীক্ষে। মনের দেবালয়ে আমাদের তাই অর্ঘ, এই বিশ্ব হোক সবুজ। মুছে যাক মাস্ক পরা দিনগুলি। 


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours