অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
আমার কবিতায় শব্দরা খুব সৌখিন,
শব্দরা আপোষ করে ফুল হয়ে ফুটেছে সারাদিন!
ঝগড়া মীমাংসা রোজকার কথা কিছু বুনোফুল,
আমার কবিতায় কিছু শব্দরা আজ অমলিনতায় ভরপুর!
স্তব্দতা ভেঙে কখনো বলে উঠবে একসময়,
ভালো থেকো কবিতায় শব্দরা, ভালো থাকাটা খুব প্রয়োজন!
Post A Comment:
0 comments so far,add yours