ফারজানা কবীর, লেখিকা, বাংলাদেশ:

বিশ্বজুড়ে যেন এক যুদ্ধ চলছে। বিধ্বংসী এই যুদ্ধে কোন গোলা বারুদের গন্ধ নেই। নেই সাজোয়া যুদ্ধযান। রক্তের বন্যা নেই। শুধু আছে মৃত্যু। শত্রু এক অতি ক্ষুদ্র ভাইরাস। নাম কোভিড নাইনটিন। আর এর দ্বারা সৃষ্ট রোগটির নাম করোনা। করোনায় আক্রান্ত আজ গোটা পৃথিবী।স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনীতি সব কিছুতেই করোনার কু প্রভাব পড়েছে বা আরো পড়বে। সব কিছুরই দুটো দিক থাকে। করোনারও রয়েছে ভালো ও মন্দ দিক। তবে মন্দ দিকটি  প্রকট আর ভালো দিকটির অবস্থান আড়ালে।
ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি করোনার করুন প্রভাব।পাশাপাশি বেশ কিছু পজিটিভ প্রভাবও নজরে এসেছে।বিশ্বজুড়ে যেন এক অস্হিরতা বিরাজ করছিল করোনা পূর্ববর্তী পৃথিবীতে।এক লহমায় যেন থেমে গেলো গোটা বিশ্ব। লক ডাউনের ফলে পারিবারিক বন্ধন যা ছিল ডিজিটাল এই যুগে আলগা তা যেন দৃঢ় হলো। জলবায়ুর সুরক্ষা নিয়ে কতই না বৈঠক, সভা- সমিতি !থমকে যাওয়া পৃথিবীতে মাত্র কয়েক মাসেই বদল এসেছে জলবায়ুতে। পৃথিবী যেন প্রান ফিরে পাচ্ছে।বায়ু দূষনের সঙ্গে কমেছে শব্দ দূষনও।লক ডাউন নামক শব্দটি মানুষকে কত কিছুই না শিক্ষা দিচ্ছে!সবাই না হলেও কেউ কেউ হয়ে উঠেছে মানবিক, সহনশীল, মিতব্যয়ী , নিরহঙ্কারী ও পরোপকারী।করোনার প্রভাবে এই লক ডাউনে অনেকের সুপ্ত প্রতিভারও উন্মেষ ঘটেছে। সৃজনশীল কাজে আগ্রহী হয়ে উঠেছে মানুষ। মানুষ বুঝতে শিখেছে অর্থই সবকিছু নয় কারন বিশ্বের ধনী দাপুটে দেশগুলোও আজ করোনা যুদ্ধে হেরে যাচ্ছে। ধর্ম বিমুখ মানুষ হচ্ছে ধর্মমুখী।এই করোনা আমাদের শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করারও সুযোগ এনে দিতে পারে।একটু ভাবনা বদলে দিতে পারে আমাদের জীবন। শাসক ও শাসিত ,ধনী -গরীব নির্বিশেষে সবার জন্য রয়েছে আজকের পৃথিবী থেকে অনেক কিছু শেখার। আসুন আমরা করোনা মুক্ত পৃথিবীর সংগে নিজের বিবেকবোধকেও কালিমা মুক্ত করি।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours